MP deligation

পাকিস্তানের চরিত্র বিশ্বের সামনে তুলে ধরতে সাংসদের বিভিন্ন জায়গায় পাঠাতে পারে কেন্দ্র

জাতীয়

বিভিন্ন দেশের দলমত নির্বিশেষে সাংসদের পাঠাবে কেন্দ্রীয় সরকার, সেখানে তারা তুলে ধরবেন সন্ত্রাসবাদ নদতে পাকিস্তানের ভূমিকা। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর এর মাধ্যমে দুটি কাজ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এক পহেলগাম হামলার ঘটনা এবং পাকিস্তানের ভূমিকা গোটা বিশ্বের কাছে তুলে ধরা, তার পাশাপাশি অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের যেই মনোবাভ তা বিশ্বের কাছে তুলে ধরা।

সূত্রের খবর রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে সাংসদদের দল বিভিন্ন দেশে গিয়ে এই বার্তা পৌঁছে দেবে সরকারের পক্ষ থেকে। যদিও সরকারের পক্ষ থেকে এই বিষয় এখনও কোন বিবৃতি দেওয়া হয়নি।

গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকে পাকিস্তানকে কুটনৈতিক ভাবে কোনঠাসা করতে চাইছে ভারত। সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ করে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে এই আক্রমণের ফলে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই সবের মধ্যে যুদ্ধ বিরতি এবং কাশ্মীর সমস্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই হস্তক্ষেপ তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।   

Comments :0

Login to leave a comment