আরজিকরে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের নির্যাতন ও খুনের নিশংস ঘটনার তথ্যপ্রবণ লোপাটের অপরাধে যুক্ত সোমনাথ দে পানিহাটির পৌরপ্রধান হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন পৌরাঞ্চলের মানুষ। বাবা-মার অজান্তে আরজিকর থেকে মৃতদেহ সোদপুরে নিয়ে এসে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার কাজেযুক্ত ছিলেন সোমনাথ দে। শিয়ালদহ আদালতের রায়ে বলা আছে,তথ্যপ্রমাণ লোপাটের অপরাধে যুক্ত সোমনাথ দে। তৃণমূলের নেতৃত্বে সোমনাথ দে কে পৌর প্রধান করায় সিপিআই(এম)পানিহাটি এরিয়া কমিটি ১ একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে শুক্রবার রাতে। মিছিল থেকে আওয়াজ ওঠে, আরজি করের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অপরাধী পৌর প্রধান কে মানছি না মানবো না। বৃষ্টি সত্ত্বেও মিছিলটি চলতে থাকে। স্টেশন রোড ধরে সোদপুর ট্রাফিক মোড় দিয়ে বিটি রোড, স্টেশন রোড ও সোদপুর ব্রিজ ঘুরে পার্টির এরিয়া কমিটি অফিসে এসে মিছিলটি শেষ হয়। ছিলেন অনির্বাণ ভট্টাচার্য এবং অন্যান্য পাটি নেতৃবৃন্দ।
CPIM Protest Rally
আরজি করের অভিযুক্তকে পৌরপ্রধান মানছি না স্লোগান পানিহাটিতে

×
Comments :0