Delhi Assembly Election

দিল্লিতে ভোট ৫ ফেব্রুয়ারি

জাতীয়

এক দফায় হবে দিল্লি বিধানসভা নির্বাচন। ৫ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। ভোট গণনা হবে ৮ ফেব্রুয়ারি। মুখ্য নির্বাচন কমিশার রাজীব কুমার এদিন সাংবাদিক সম্মেলন করে দিল্লির বিধানসভার ভোটের দিন ঘোষনা করেন। তিনি স্পষ্ট ভাবে জানান, নির্বাচনী প্রচার চলাকালিন কোন কুরুচিকর মন্তব্যকে মদত দেবে না কমিশন, দল মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হবে কমিশনের পক্ষ থেকে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ১৭ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। দিল্লির নির্বাচন ঘোষনা হওয়ার আগে থেকেই বিরোধীদের নিশানা করতে শুরু করেছে বিজেপি। বিজেপি প্রার্থী রমেশ বিধুরি যিনি মুখ্যমন্ত্রীর অতিশীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন, সম্প্রতি কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং মুখ্যমন্ত্রী অতিশীকে নিয়ে তিনি যেই মন্তব্য করেছেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রাক্তন সাংসদের মন্তব্যের নিন্দা করে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়াও জানানো হয়নি বিজেপির পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment