দিল্লি কর্মকৃত্যক বিলে সংসদে আপকে সমর্থন দেওয়ার জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিলেন আপ নেতা এবং দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
চিঠিতে কেজরিওয়াল লিখেছেন, ‘‘দুই কোটি দিল্লিবাসীর পক্ষ থেকে আপনার কাছে এবং আপনার দলের কাছে কৃতঞ্জতা জানাচ্ছি সংসদে দিল্লি কর্মকৃত্য বিলের বিরোধীতা করার জন্য। সংসদের ভিতরে ও বাইরে দিল্লির জনগণের অধিকার রক্ষার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি নিশ্চিত যে আমাদের সংবিধানের নীতির প্রতি আপনার অবিচল আনুগত্য কয়েক দশক ধরে স্মরণ করা হবে। আমরা সংবিধানকে অবমাননাকারি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আপনার সমর্থনের জন্য অপেক্ষায় রয়েছি।’’
সোমবার সংসদে দিল্লি কর্মকৃত্যক বিল পেশ করা হয়। আপ সহ বিরোধীরা এই বিলের বিরোধীতা করেন। কিন্তু সংখ্যার জোড়ে সরকার এই বিল রাজ্যসভা এবং লোকসভায় পাশ করিয়ে নেন। এই বিল পাশ হওয়ার ফলে দিল্লি সরকারের আমলাদের ওপর রাজ্য সরকারের কোন নিয়ন্ত্রণ থাকবে না। কেন্দ্রীয় সরকার সরাসরি তাদের নিয়ন্ত্রণ করবে।
Rahul and Kejriwal
দিল্লি কর্মকৃত্যক বিলে সমর্থন দেওয়ার জন্য রাহুলকে ধন্যবাদ জানিয়ে চিঠি কেজরিওয়ালের
×
Comments :0