বুধবার দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মন্দির উদ্বোধন প্রসঙ্গে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার জন্য দীঘা পর্যটক শূন্য। সরকার তার নিজের কাজে এতটাই ব্যর্থ যে সেই ব্যর্থতা ঢাকতে এই সমস্ত বিষয়ের মধ্য দিয়ে মানুষের নজর ঘোরাতে চাইছে। কেন্দ্র সরকারও তাদের ব্যার্থতা ঢাকতে রাম মন্দির নির্মাণ করেছে। সেখানে যেমন প্রধানমন্ত্রীই সব, দীঘায় মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর দেখানো রাস্তায় হেঁটেছেন।’’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী বলেছেন, ‘‘রামমন্দির উদ্বোধনে যেমন আরএসএসের পরিকল্পনায় প্রধানমন্ত্রীই সব, দীঘায় তেমন আরএসএসের পোস্টার ও তৃণমূলের পতাকা দীঘার পোস্টে পোস্টে লাগনো হয়েছে জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে।’’
চক্রবর্তী বলেছেন যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা হিসাবে মমতা ব্যানার্জিকে সঙ্গে রেখে দীঘায় জগন্নথ মন্দিরের পরিকল্পনা করেছিলেন। তখন তিনি তৃণমূলে। এটা শুভেন্দুর পরিকল্পনা। তিনি শুরুতে ছিলেন, পরে সুযোগ পাননি। তিনি এখন তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে সনাতনী ধর্মের কথা বলছেন। তৃণমূল অথবা বিজেপি যেখানেই থাকুন না কেন, ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করার মধ্যেই থাকতে হবে।’’ তিনি বলেন, ‘‘ধর্মকে রাজনীতির ফয়দার জন্য ব্যবহার করা আসলে অধর্ম।’’
সুজন চক্রবর্তী বুধবার সংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘‘সরকার যখন ঠুঁটো জগন্নাথ হয়ে থাকে তখন অনেক কিছু করতে হয়। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা সবাই দীঘায় মন্দির উদ্বোধনে গেছেন। তার মধ্যে আরএসএস-ও আছে।’’
Sujan Chakraborty
আরএসএস’র পরিকল্পনায় মন্দির রাজনীতিতে মমতা, বললেন সুজন চক্রবর্তী

×
Comments :0