দীপশুভ্র সান্যাল- ময়নাগুড়ি
ময়নাগুড়িতে আশি বছরের এক আদিবাসী বৃদ্ধাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে। ঘটনা ময়নাগুড়ির দোমোহনি এলাকার। বুধবার ভোরে ওই বৃদ্ধার নাতি তাঁকে বিবস্ত্র অবস্থায় এক জমি থেকে উদ্ধার করে। এই বিষয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধার পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে জানা গেছে, নাতি-নাতবউ এবং মেয়েকে নিয়ে একই বাড়িতে থাকেন ওই বৃদ্ধা। মঙ্গলবার সকালে তাদের বাড়িতে আত্মীয়স্বজনরা আসেন। তাদের নিয়ে সন্ধ্যায় বৃদ্ধার মেয়ে আরেক আত্মীয়র বাড়িতে যান। কিন্তু সেখানে গিয়ে বেশি রাত হয়ে যায়। সেই কারণে আত্মীয়ের বাড়িতেই থেকে যায় বৃদ্ধার মেয়ে। মেয়ে বাড়িতে না আসায় পাশের বাড়িতে খোঁজ নিতে যান ওই বৃদ্ধা। অভিযোগ সেই সময় অভিযুক্ত বৃদ্ধাকে তুলে নিয়ে যায় একটি ধানখেতের পাশে জমিতে। অভিযোগ সেখানে বৃদ্ধাকে ধর্ষণ করে অভিযুক্ত।
বৃদ্ধাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের অনান্য সদস্যরা। এদিন ভোরে বৃদ্ধার নাতি দেখতে পাণ ওই বৃদ্ধা বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে ধানখেতের পাশে জমিতে। দৌড়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। বৃদ্ধার নাতি বলেন, দিদার হাতে একটি রুপোর চেন পাওয়া গিয়েছিল। প্রশান্তর গলা থেকে চেন টেনে নিয়েছিল দিদা। দিদি বলেছেন, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করেছিল প্রশান্ত। অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। ঘটনার তদন্ত চলছে। ওই বৃদ্ধার শারীরিক পরীক্ষা করানো হবে।
Raped in Jalpaiguri
ময়নাগুড়িতে আশি বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

×
Comments :0