আগুনে পুড়ে ছাই হলো জঙ্গলের একাংশ। প্রাণ সংশয়ে জঙ্গলের বিভিন্ন প্রজাতির পাখি সহ জীবজন্তুরা। পাহাড়ের জঙ্গলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে শিলিগুড়ি থেকে দার্জিলিঙ পাহাড়গামী রাজ্য সড়কের রাস্তার দুইপাশে থাকা জঙ্গলে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজ্য সড়কের গাড়িধূরা এলাকার রাস্তার দুইপাশের বামনপোখরির জঙ্গলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কার্শিয়াঙ বনবিভাগের অন্তর্গত বামনপোখরির বিস্তীর্ণ জঙ্গল এলাকা। এই জঙ্গলে হাতি, বাইসন, হরিন, চিতাবাঘ সহ অন্যান্য বন্যপ্রাণীদের আনাগোনা রয়েছে। আগুনে যাতে জঙ্গলের জীব জন্তুদের প্রাণহানি না ঘটে সেই কারণে দ্রুত স্থানীয়রা বনদপ্তরে খবর পাঠায়। অগ্নিকান্ডের খবর পেয়ে দার্জিলিঙ পাহাড়ের জঙ্গল, জঙ্গলের জীবজন্তু ও স্থানীয় মানুষকে আগুনের হাত থেকে রক্ষা করতে বনদপ্তরের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, এদিন সকালে আচমকাই ওই জঙ্গলে আগুন দেখতে পান স্থানীয়রা। দমকা হাওয়ায় আগুন মূহুর্ত্বেই ছড়িয়ে পড়তে থাকে। তীব্রতা বাড়তেই আরো ভয়াবহ রূপ নেয় আগুন। নিমেষেই গোটা এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বামপোখরির জঙ্গলের বিস্তীর্ণ এলাকা। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা পৌঁছে যান। ঘটনাস্থলে প্রায় জনা ১৫ বনকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছেন। রবিবার থেকেই পাহাড়ের একাধিক জঙ্গলে অগ্নিকান্ডের খবর মিলেছে। প্রায়শই পাহাড়ের বিভিন্ন জঙ্গলে অগ্নিকান্ডের ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন বনদপ্তর। জঙ্গল এলাকায় আগুন লাগার কারনে ধোঁয়ায় ধোঁয়াময় হয়েছে গোটা পাহাড় এলাকা, তেমনি আতঙ্কিত পাহাড়বাসীরা।
বনদপ্তর সূত্রে জানা গেছে, দার্জিলিঙ জেলার পাহাড়ের পুলবাজার বিজনবাড়ি ব্লকের মেগিটার জঙ্গলে গত ১৮মার্চ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দার্জিলিঙ থেকে দমকলের চারটি ইঞ্জিন ও দার্জিলিঙ ওয়াইল্ড লাইফ ডিভিশনের বনাধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্ত্বে আনেন।
পাহাড়ের জঙ্গল এলাকায় একাধিক অগ্নিকান্ডের ঘটনা প্রসঙ্গে কার্শিয়াঙ বনদপ্তরের ডিএফও দেবেশ পান্ডে জানিয়েছেন, জঙ্গলের শুকনো পাতায় আগুন লেগেছে। বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। দমকলকেও খবর দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রেখে চলেছেন বনকর্মীরা।
Bamanpokhari Forest
বামনপোখরি জঙ্গলে আগুন, প্রাণ সংশয়ে জীবজন্তুদের

×
Comments :0