Fire in Howrah

সাঁকরাইলের প্লাস্টিকের কারখানায় আগুন

জেলা

শুক্রবার বিকেল চারটে নাগাদ হাওড়ার সাঁকরাইলের কান্দুয়ার পলিপার্কে আচমকাই একটি  প্লাস্টিকের বালতি কারখানা আগুন লাগে। আগুন লাগার ফলে কারখানার ভিতর থেকে কর্মরত শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল কর্মীরা। শুক্রবার রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নি। দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছেন। দমকলের কর্মীরা জানান প্লাস্টিকের আগুন নেভানোর জন্য যে ফোম ব্যবহার হয় দমকলের কাছে তার সরবরাহ বহুদিন হচ্ছে না। এখন অপেক্ষা আগুন পুড়ে শেষ  হওয়ার। আগুন লাগার ফলে আশেপাশের কারখানা গুলির শ্রমিক কেরা আতঙ্কে কাজ বন্ধ করে কারখানার বাইরে বেরিয়ে আসেন। পলিপার্কের শ্রমিককেরা বলেন  এই অঞ্চলের শিল্প কারখানা গুলিতে বারবার আগুন লাগে আর জ্বলে শেষ হয়, কারখানাগুলির নিজস্ব অগ্নিনির্বাপনের ব্যবস্থা নেই ও সরকারী উদাসীনতার কারণে আগুন নেভানো যায় না। হাজার হাজার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সরকারের কোনও চিন্তা ভাবনা নেই প্রশাসনের।

Comments :0

Login to leave a comment