FRANCE VS ENGLAND

জিরুর গোলে ইংল্যান্ডকে হারাল ফ্রান্স

খেলা

FIFA WORLD CUP QATAR FOOTBALL 2022 WORLD CUP

ইংল্যান্ডের বিরুদ্ধে জিতল ফ্রান্স। নেপথ্যে ৭৮ মিনিটে অলিভার জিরুর করা গোল। ৯০ মিনিট শেষে  খেলার ফল ২-১। 

২০২২ বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড এবং ফ্রান্স। 

১৭ মিনিটে ফ্রান্সের হয়ে ট'শুয়ামেনি গোল করেন। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান কেন। কিন্তু ফের এগিয়ে যায় ফ্রান্স। জিরুর গোলে।  এই ম্যাচের  ফলে সেমিফাইনালে মরোক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। 

Comments :0

Login to leave a comment