বিপর্যস্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। সিকিমের মেঘ ভাঙা বৃষ্টির জেরে একাধিক গ্রাম কার্যত জলমগ্ন। এদিন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল থেকে সেচমন্ত্রী। দুজনেই দিলেন সাহায্যের আশ্বাস।
বৃহস্পতিবার সকাল নয়টা নাগাদ জলপাইগুড়ির গাজলডোবায় এক সরকারি আবাসনে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করেন সেচ মন্ত্রী। সেই বৈঠকে রাজ্যের চার মন্ত্রী সহ সাংসদ - বিধায়ক, সেচ দপ্তরের আধিকারিক সহ জেলা শাসক এবং পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন। প্রায় এক ঘন্টা বৈঠকের পর তিস্তায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শনে তিনি বেরিয়ে যান। তবে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তিনি এসেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করবেন। তবে সেভাবে ভয়বাহ ক্ষতি হয় নি বলে তিনি জানান। বতর্মানে ক্ষতিগ্রস্ত এলাকা গুলো পরিদর্শন করলে আনুমানিক ক্ষয় ক্ষতির পরিমাণ পাওয়া যাবে বলে তিনি জানান। শিলিগুড়ি স্টেট গেস্ট হাউস সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের বিক্ষোভের মুখেও পড়তে হয়। রাজ্যপালকে কালো পতাকা দেখান ও গো ব্যাক স্লোগানও দেন তারা।
অন্যদিকে গজলডোবায় সেচমন্ত্রী আসার পরে কিছুক্ষণ বাদেই জলপাইগুড়ির রংধামালিতে আসেন রাজ্যপাল। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা গুলি তিনি পরিদর্শন করেন এবং এলাকাবাসীদের কথা বলেন। এরপর যান ত্রাণ শিবিরেও। সেখানেও শরনার্থীদের সাথে বলেন এবং সরকারি সাহায্যের জন্য আশ্বস্ত করেন। বলেন, এই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সাথে কথা বলবেন। এদিন ক্ষতিগ্রস্ত মানুষদের ১০০০ টাকা করে দেন রাজ্যপাল।
Comments :0