Khager Kolom

সরস্বতী পুজোতেও মিলছে না খাগের কলম

রাজ্য জেলা

জলপাইগুড়ির এক দোকানে তোলা ছবি।

দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি

কেনাকাটা হতো মূলত সরস্বতী পুজোর জন্যই। সেই খাগের কলমেরও বিকল্প বেরিয়ে গিয়েছে বেশ কিছুকাল। এখন দোকানিদের অনেকেই চাইছেন খাগের কলমকে ‘অ্যান্টিক’ ঘোষণা করা হোক।
শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি শহরের দিন বাজারে খাগের কলমের বিকল্প হিসেবে কখনও বাজারে এসেছে খড়ের কিংবা থার্মোকলের কলম। সেই খাগের কলম মিলেলেও তার দাম অনেক বেশি। এক দোকানির কথায়, এবার তো এই খাগের কলমকে ‘অ্যান্টিক’ হিসেবে ঘোষণা করবার সময় এসেছে। 
সরস্বতী মূর্তির পায়ের কাছে বসে খাগের কলম কাঁচা দুধে ডুবিয়ে বেলপাতায় লেখার স্মৃতি যদিও অমলিন অনেকের কাছেই। সে কথা বলতে কতজনই ছেলেবেলায় ফিরে যান। তখনও কাজেকর্মে খাগের কলমের ব্যবহার ছিল না। সরস্বতী পুজো ছাড়া অন্য কোনও দিন কেনাও হতো না। এখন এই দিনেও উঠে ঘিয়েছে খাগের কলম। আজকের ক্ষুদেদের প্রশ্ন করতেই 'অবাক জলপান' গল্পের শিশুটির মত চেয়ে থাকে অভিভাবকদের দিকে। 
কলমেরও বিবর্তন হয়েছে। ফাউন্টেন পেন থেকে ডট পেন হয়েছে। মোবাইলের যুগে ফোন নম্বর আর নোটবুকে টুকে রাখারও দরকার পড়ে না। মোবাইলে ‘সেভ’ করা যায়। 
শহরের এক দশকর্মা ভাণ্ডারে গিয়ে খাগের কলম আছে কিনা প্রশ্ন করতেই দোকানি বললেন, ‘‘ওই যে রাখা আছে নিয়ে নিন।’’ আসল কিনা জিজ্ঞেস করা হলে বিরক্ত হয়েই বললেন, ‘‘হ্যাঁ আসল। থার্মকলেরগুলো ওদিকে আছে। এগুলো শেষ হলে ওগুলো সামনে রাখব। এখন ওসব আর কেউ দেখে না।’’ 
এখনও পর্যন্ত খাগের কলম বাজারে রয়েছে। তবে কতদিন থাকবে বলা যায় না।
 

Comments :0

Login to leave a comment