POETRY / GOURI SENGUPTA / TAMANNA / MUKTADHARA / 4 JULY 2025 / 3rd YEAR

কবিতা / গৌরী সেনগুপ্ত / মা তোমায় জানাই সালাম / মুক্তধারা / ৪ জুলাই ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  GOURI SENGUPTA  TAMANNA  MUKTADHARA  4 JULY 2025  3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

মা তোমায় জানাই সালাম
 

গৌরী সেনগুপ্ত

২৭ জুন ২০২৫ / বর্ষ ৩ 
 


আকাশ তখন লাল । ঠিক মধ্যদিন
মানুষের মেলা কাজ । তখন উৎসব উন্মত্ত
সেই ছক ফেলা রাজনীতি । ইচ্ছার জয় স্বাধীন
তার বর্বর উল্লাস যার নাম আধিপত্য ।

বেহায়া জয়োচ্ছ্বাস বেলাগাম তাণ্ডব
হিংসায় ঘুরে যায় আদিম নগ্ন অসুর
খাদক নাচছে নেশায় পিপাসায় জান্তব
অবোধ শিশুই গেলে । কারণ হজম তো বেকসুর ।

আমাদের সেই গ্রাম দারিদ্রই লড়াকু
ওরা স্বপ্নের ছবি আঁকে । ওরা একত্র অনন্যা
ছিল নিস্পাপ একরত্তি  । স্নেহ ও প্রাণের সাঁকো
বাঁচার প্রেরণা মায়ের  । বড় আশার তামান্না ।

সেদিন শকুন নাচছে পোষকও নাচছে ছুঁড়ছে মারণথাবা
রক্তচোষা মাটিতে দাঁড়াল সারা পৃথিবীর ফরিয়াদ
আজ   বুকের আগুনে হাত রেখে মা শক্তিসম্ভবা
গুলে দিয়ে গেল লজ্জা নিমেষে সভ্যতা নস্যাৎ ।

কোনো তামান্না আর হারাবে না এ শপথ অবিরাম
আজ এই সান্ত্বনা অভিধানে নেই । মা তোমায় জানাই সালাম ।

Comments :0

Login to leave a comment