বাঘাযতীন স্টেশন লাগোয়া বাঘাযতীন প্লেস। সেখানে অবাধে পুকুর বুজিয়ে চলছে বেআইনি নির্মানের কাজ। স্থানীয় বাসিন্দাদের দাবি বসুন্ধরা অ্যাপার্টমেন্টের পাশের রাস্তা দিয়ে গেলে একটা পুরোন পুকুর ছিল। সেটা সব সময় আগাছায় ভর্তি থাকতো। পৌরসভার পক্ষ থেকে কখনও কোন উদ্যোগ নেওয়া হয়নি তা পরিষ্কার করার বা নতুন করে সৌন্দর্যায়ন করার। সেই পুকুরই এখন বুজিয়ে দিচ্ছেন স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ‘‘এটা নতুন কিছু নয়। বাঘাযতীন পাটুলি এলাকা ঘুরলে এমন অনেক দৃশ্য দেখা যাবে। পুকুর বুজিয়ে ফ্ল্যাট হচ্ছে।’’ তিনি বলেন, ‘‘এই পুকুরের পাশে আরও দুটি পুকুর ছিল তা বুজিয়ে দিব্য ফ্ল্যাট হয়েছে। পৌরসভা কিছুই করেনি।’’
এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। বেশ কয়েকদিন আগে থেকে হঠাৎ করেই এই পুকুর পরিষ্কার করার উদ্যোগ দেখা যায়। তারপর বিভিন্ন যন্ত্রপাতি এনে জল ফেলার কাজ শুরু হয়। সেই কাজ শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে ফ্ল্যাট তৈরির কাজ। কে এই পুকুরের দখল নিলো তা জানা যায়নি। ঘটনাস্থলে কোন বোর্ডও লক্ষ করা যায়নি। তবে স্থানীয়দের দাবি গোটা বিষয়টি হচ্ছে ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর নেতৃত্ব। এর আগে ওখানে পুকুর বুজিয়ে যেই কাজ গুলো হয়েছে তা সবই তার সময়কালে। মূলত বাঘাযতীন এবং তার আশপাশের এলাকা জুড়ে যাবতীয় যেই বেআইনি কাজ হয় তার মাথায় রয়েছে বাপ্পাদিত্য। এই বিষয় বাপ্পাদিত্য দাশগুপ্তর সাথে যোগাযোগ করার চেষ্টা হলে কোন উত্তর পাওয়া যায়নি।
স্থানীয়দের কাছে যখন জানতে চাওয়া হয় যে তারা এই বিষয় থানায় বা পৌরসভায় কোন অভিযোগ দায়ের করেছে কি না, তার উত্তরে তারা স্পষ্ট বলেন, আগে অনেক ক্ষেত্রে অভিযোগ করেও কিছু হয়নি। এই ক্ষেত্রে শাসক দলের ভয় কেউ কোন অভিযোগ করেননি।
শুধু বাঘাযতীন এলাকা নয়, দক্ষিণ কলকাতা এবং বাইপাস সংলগ্ন বিস্তীর্ন এলাকা জুড়ে চলছে এই ধরনের বেআইনি নির্মান। কোথাও পুকুর বুজিয়ে তো কোথাও মাঠ দখল করে। উল্লেখ্য যেই পুকুর গুলোকে বুজিয়ে এই ধরনের কাজ হচ্ছে বা হয়েছে তা প্রতিটাই ডোবায় পরিনত হয়েছিল।
তৃণমূল পরিচালিত কলকাতা পৌরসভা এলাকায় একাধিক বার বেআইনি নির্মান ভেঙে পড়া বা হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। প্রতিটা ক্ষেত্রেই নাম জড়িয়েছে শাসক ঘনিষ্ট কোন না কোন ব্যাক্তির। প্রতিটা ক্ষেত্রে পৌরসভা জানিয়েছে তারা কঠোর পদক্ষেপ নেবে, কিন্তু কোন ক্ষেত্রে সেই পদক্ষেপ নিতে দেখা যায়নি। প্রশ্ন উঠছে পৌরসভা যদি সত্যি বেআইনি নির্মান বন্ধ করতে চাইতো তাহলে এই পুকুর বুজিয়ে ফ্ল্যাট তৈরি করার ক্ষেত্রে তারা কি ভাবে অনুমতি দিল। কেন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখলো না।
Baghajatin
বাঘাযতীনে চলছে পুকুর বুজিয়ে ফ্ল্যাট তৈরির কাজ

×
Comments :0