PANCHAYAT ELECTION 2023

নির্দল প্রার্থীর সমর্থককে খুন তৃণমূলের

জেলা

নদীয়ার নাকাশিপাড়া থানার বীরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের সারবাড়ি এলাকায় এক নির্দল প্রার্থীর সমর্থককে  খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে খবির শেখ (৪৫) নামে ঐ ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। রাতে  খবির ও তার ছেলে বাড়িতে ছিল। 

অভিযোগ  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় তৃণমূল কংগ্রেস এক সমর্থকের বাড়ি থেকে খবিরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয় । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে  গত পঞ্চায়েত নির্বাচনে এক নির্দল প্রার্থীর সমর্থনে খবির কাজ করেছিল। পুলিশি তদন্ত শুরু হয়েছে। বীরপুরে খবির শেখ খুনের ঘটনায় আলতাব মল্লিক, মান্নান শেখ,খায়রুল শেখ  কে নাকাশিপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

Comments :0

Login to leave a comment