india vs pakistan

পাকিস্তানের সঙ্গে করমর্দনে 'না' ভারতের

খেলা

রবিবার এশিয়া কাপের ম্যাচে নেমেছিল ভারত ও পাকিস্তান। ৭উইকেটে জয় পেয়েছে ভারত। ভারত পাকিস্তানের খেলায় উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এবারের ম্যাচ ছিল একটু অন্য। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর প্রথম মুখোমুখি দুই দেশ। ভারত পাকিস্তানের ম্যাচ যাতে বাতিল হয় তাই নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বিসিসিআইকে পড়তে হয়েছে প্রশ্নের মুখে। এই সবের পর যেই ঘটনা সব কিছুকে ছাপিয়ে গেলো তা হচ্ছে ভারতীয় দলের খেলোয়ারা করমর্দন করলেন না পাকিস্তানের খেলোয়ারদের সাথে। 

টসের সময় ও ম্যাচের পর বিশ্ব ক্রীড়া ক্ষেত্রে করমর্দন করার রীতি চলে এসেছে বহু বছর ধরে। তবে রবিবার করমর্দনের এই ব্যাপারটি দেখা গেলনা টসের সময়, ম্যাচের শেষেও। ম্যাচের পর করমর্দনের জন্য মাঠেই বেশ অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলেন পাকিস্তানের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। তবে ম্যাচ শেষে দেখা যায় ভারতের খেলোয়াড়রা তাদের মুখের উপরই প্যাভিলিয়নের দরজা বন্ধ করে দেন। 

ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, ‘আমাদের সরকার ও বিসিসিআই আমরা সবাই একই পথে হাঁটছি। আমরা শুধু এই ম্যাচটি খেলতে এসেছিলাম। এই ঘটনাটিকে স্পোর্টসম্যান স্পিরিটের বাইরে রাখা উচিত।’ সঙ্গে তিনি এও যোগ করেন, ‘পহেলগামে নিহতদের পরিবারের পাশে আমরা সবসময়ই রয়েছি। আমরা আমাদের এই জয় ভারতীয় সেনাকে উৎসর্গ করছি। যখনই আমরা সুযোগ পাবো খেলার মাঠে দেশের মুখ উজ্জ্বল করার চেষ্টা করবো।’ 

পাকিস্তান কোচ মাইক হেসন আক্ষেপের সুরেই বলেছেন, ‘আমরা তৈরিই ছিলাম করমর্দনের জন্য। কিন্তু ভারতের এই আচরণে আমরা খুবই হতাশ হয়েছি। আমাদের সঙ্গে হাত না মিলিয়েই তারা সোজা চলে যায় ড্রেসিং রুমের দিকে।’ এই ঘটনার এক প্রকার প্রতিবাদেই পাকিস্তানের অধিনায়ক সালমান আঘাও ম্যাচের পর প্রেস কনফারেন্সে উপস্থিত হননি। ম্যাচ শেষে ভারতের এই আচরণকে ‘স্পোর্টসম্যান শিপের বিরোধী’ বলে নিজেদের সমাজমাধ্যমে পোস্ট করে পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

তবে এই ম্যাচের আগেই ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফ্ট জানিয়েছিলেন যে, দুই দলের খেলোয়াড়রা একে ওপরের সঙ্গে করমর্দন করবেন না। ফলে ম্যাচের পর ভারতের বিরুদ্ধে পাকিস্তান অভিযোগ করলেও ম্যাচ রেফারির রিপোর্টে কোন খারাপ কিছু না লেখার সম্ভাবনাই বেশি।    


 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন