FIH european pro league

এফআইএইচ প্রো লিগের জন্য দল ঘোষণা ভারতের

খেলা

আগামী ইউরোপের এফআইএইচ প্রো লিগের জন্য দল ঘোষণা করলো ভারতের মহিলা হকি দল। আগামী ১৪থেকে ২৯জুন পর্যন্ত লন্ডন , অন্টারিপ ও বার্লিনে হবে এই প্রতিযোগিতা। অস্ট্রেলিয়া , আর্জেন্টিনা , বেলজিয়াম , চীনের সঙ্গে দুই পর্বের ম্যাচ খেলবে ভারত। আগামী ১৪জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু হবে সালিমা টেটেদের। সালিমাকে এই প্রতিযোগিতাতে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। গোলরক্ষকদের মধ্যে রয়েছেন সবিতা ও বিচুদেবী খারিবাম। সুশীলা চানু , জ্যোতি , সুমন দেবী , জ্যোতি সিং ঈশিকার দায়িত্ব সামলাবেন রক্ষণভাগের । মিডফিল্ডে থাকবেন মনীষা , নেহা , বৈষ্ণবীদের সঙ্গে থাকবে সালিমা , শর্মিলা , শুনলেইটা , মহিমারা । দীপিকা , নবনীত , বলজিৎ ,বিউটিরা থাকবেন আক্রমণভাগে। কোচ সিং জানিয়েছেন ' অভিজ্ঞতা ও প্রতিভার সমন্বয়ে আমাদের দলটা বেশ ভারসাম্য রয়েছে । ইউরোপিয়ান পর্বের ম্যাচগুলি খুব গুরুত্বপূর্ণ । হাই ইন্টেন্সিটি ম্যাচে আমরা বিশ্বের সেরা দলগুলির মুখোমুখি হব '। তার সঙ্গে তিনি আরো যোগ করেন ' ইউরোপিয়ান পর্বের ম্যাচগুলি আমাদের মানসিক ও কৌশলগতভাবে যথেষ্টই শৃঙ্খলাবদ্ধ হতে সাহায্য করবে '।
 

Comments :0

Login to leave a comment