SSC PROTEST

এসএসসি দপ্তরের সামনে থেকে অনশন প্রত্যাহার করলেন চাকরিহারারা

রাজ্য

এসএসসি ভবনের সামনে থেকে অনশন প্রত্যাহার করলেন তিন চাকরিহারা। তিন দিন ধরে টাকা এসএসসি ভবনের সামনে অনশনে বসেছিলেন তিন চাকরিহারা। এদিন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের উপস্থিতিতে তারা অনশন প্রত্যাহার করেন।

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে ২০১৬’র এসএসসি প্যানেল। চাকরি হারিয়েছেন ২৫,৫৭২ জন। চাকরিহারারা সরকারের বিরদ্ধে সরব হয়েছেন, তাদের দাবি রাজ্য সরকারের প্রতিষ্ঠানিক দুর্নীতির কারণে বাতিল হয়েছে তাদের চাকরি। এদিন অনশন প্রত্যাহার করার পর চাকরিহারারা জানিয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করছে। 

শুক্রবার এসএসসি ২০১৬ চাকরিহারাদের সাথে এসএসসি ভবনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক থেকে কোন রফা সূত্র পাওয়া যায়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ২১মে যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করা হবে।

Comments :0

Login to leave a comment