বিচারকের সামনে সাংবাদিকের মারধর করল একদল আইনজীবী। বৃহস্পতিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের এজলাসে এই কাণ্ড হয়। একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম বলেন, ‘কয়েকজন আইনজীবী মিলে কিল, ঘুসি ও লাথি মারেন ।’
মারধরে গুরুতর আহত হয়েছেন সিয়াম। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিনের আবেদনের শুনানির খবর করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ওই সাংবাদিক।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠান থেকে আওয়ামি লীগ নেতা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয় । শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তারি দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নার জামিনের আবেদনের শুনানির দিন ধার্য ছিল। লতিফ সিদ্দিকীতে আদালতে হাজির করা না হলেও সাংবাদিক পান্নাকে আদালতে হাজির করা হয়।
জানা গিয়েছে আদালত চত্বরে বাদানুবাদ থেকে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। মারধর করা হয় সাংবাদিককে। এজলাস ছেড়ে চলে যান বিচারক।
Dhaka Court Journalist
ঢাকার আদালতে সাংবাদিককে মারধর আইনজীবীদের

×
Comments :0