Migrant Worker Dies

গ্রামে ফিরলো জুয়েলের দেহ

জাতীয় রাজ্য

শুক্রবার গ্রামে ফিরলো মুর্শিদাবাদের নিহত পরিযায়ী শ্রমিক জুয়েল শেখের দেহ। বাংলাদেশী সন্দেহে বিজেপি শাসিত ওড়িশায় পিটিয়ে খুন করা হয় জুয়েলকে। প্রত্যক্ষদর্শীদের কথায় জুয়েলকে মারধর করার আগে দেখতে চাওয়া হয় তার আধার এবং ভোটার কার্ড। জুয়েলের সাথেই ওড়িশায় কাজ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদের মাজার খান। তার সামনেই ঘটে গোটা ঘটনা। সংবাদ সংস্থা পিটিআইকে মাজার জানিয়েছেন, বুধবার রাতে স্থানীয় একদল যুবকের সঙ্গে তাদের ঝামেলা হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। সেখান থেকেই পিটিয়ে খুন করা হয় জুয়েলকে। ওড়িশা পুলিশের কথায় বাংলাদেশী সন্দেহে জুয়েলকে হত্যা করা হয়নি। তাদের কথায় স্থানীয় যুবকদের সাথে বিড়ি নিয়ে জুয়েল এবং তার সঙ্গীর মধ্যে বচসা হয়। সেখান থেকেই ঘটেছে এই ঘটনা। 
মাজারের কথায়, অভিযুক্তরা প্রথমে তাদের কাছে বিড়ি চায়। তার পর আধার কার্ড দেখতে চায়। 
অপর এক প্রত্যক্ষদর্শী শ্রমিক নিজামুদ্দিন খান জানিয়েছেন, তাদের বার বার বাংলাদেশি বলা হচ্ছিল। জুয়েল ছাড়াও কয়েকজন পরিযায়ী শ্রমিকের ওপর হামলা হয়েছে। দুজন এখন সম্বলপুর হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য।
ওড়িশা পুলিশের কথায়, দীর্ঘ দিন ধরে মুর্শিদাবাদের ওই শ্রমিকেরা ওড়িশায় কাজ করছেন। আগে থেকেই হামলাকারীদের সঙ্গে তাঁদের পরিচয় ছিল। খুনের ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment