Panchayet election 2023

ব্যালট পেপার বাতিল কার নির্দেশে প্রশ্ন বিচারপতির

রাজ্য

পঞ্চায়েত ভোটে হিংসা ও কারচুপি মামলায় ফের হাই কোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। সোমবার পঞ্চায়েত ভোটে হিংসা মামলায় ব্যালট বাতিলের ক্ষেত্রে বিডিও’র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। 


পুরুলিয়ার ঝালদার একটি বুথে পুনগণনার সময় হঠাৎ করে ৩১৯টি ব্যালট বাতিল করে দেওয়া হয়। সেই নিয়ে মামলা হয়। সেই মামলার প্রসঙ্গে এদিন বিচারপতি সিনহা বলেন, ‘‘দ্বিতীয় বার কার নির্দেশে গণনা করা হয়।’’ দ্বিতীয় বার গণনার ক্ষেত্রের বিডিওর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। 


এর আগে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা বিচারপতি সিনহার এজলাসে ওঠে। সেখানে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। মীনাখাঁর তৃণমূল প্রার্থী কি ভাবে হজে গিয়ে মনোনয়ন জমা করলেন তা নিয়েও তিনি কমিশনকে প্রশ্ন করেন।

Comments :0

Login to leave a comment