ট্রেনে প্রবল ভিড়। দ্বিতীয় শ্রেণির কামরায় জানালার ধারে এক কিশোরীর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দম আটকে আসায় শ্বাস নেওয়ার চেষ্টা করছিল কিশোরী। ট্রেনের কামরার এই ভিডিও ছড়িয়ে পড়ল।
ঘটনা ঘিরে নানা প্রতিক্রিয়া হতে থাকায় ভারতীয় রেলের ‘রেলওয়ে সেবা’ উদ্বেগ জানাতে বাধ্য হয়েছে। সোশাল মিডিয়ায় পোস্ট করে ‘রেলওয়ে সেবা’ বলেছে, ‘কোথায় এই ঘটনা দেখা গিয়েছে জানান। দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে।’
ট্রেনের কামরায় মারাত্মক ভিড়ের পোস্ট যদিও সোশাল মিডিয়ায় নতুন নয়। এমনকি সংরক্ষিত কামরায় বসার জায়গা না পেয়ে বহু পোস্ট বিভিন্ন সময়ে ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। রেল এমন বিভিন্ন ঘটনায় ‘উদ্বেগ’ কখনও কখনও জানিয়েছে। তবে অবস্থা বদলাচ্ছে না।
সোমবার এই পোস্ট করা হয় ’এক্স’ (আগের ‘টুইটার’)-এ। সঙ্গে ট্যাগ করা হয় রেল মন্ত্রী, রেল মন্ত্রক, রেল সেবা-কে। লেখা হয় এক কিশোরী প্রায় দম আটকে যাওয়া অবস্থায় রয়েছে। প্রবল ভিড়ে চাপা পড়ার মতো অবস্থা। সঙ্গের ভিডিও-তে দেখা যাচ্ছে জানালার ধারে বসে ওই কিশোরী দম নেওয়ার চেষ্টা করছে প্রাণপনে।
অভিযোগ, বাইরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের একাংশ ভিডিও তুললেও সাঝাজ্য করার চেষ্টা করেননি।
কিন্তু সোশাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়ায় প্রবল ভিড়ে ট্রেনযাত্রীদের নাকাল হওয়ার আলোচনাই বেশি চলছে।
একাংশ লিখেছেন, উৎসবের মরশুমে অবস্থা ভয়াবহ হয়। ভিড় সামলাতে নির্দিষ্ট ব্যবস্থা করা দরকার রেলের। বিশেষ করে যেসব স্টেশনে ভিড় বেশি হয়।
এ বছরের মার্চে সংসদে এক প্রশ্নে জানতে চাওয়া হয় নন-এসি কামরা কমিয়ে দেওয়ায় রেলে অস্বাভাবিক ভিড় কিনা। রেল জানিয়েছে দেশে লোকাল এবং দূরপাল্লা মিলিয়ে ৭৯ হাজার কামরা রয়েছে। তার ৭০ শতাংশ নন-এসি। ২০২৪-২৫ মেয়াদে ৯৮৩টি নতুন কোচ চালুর দাবি করেছে রেল মন্ত্রক। কিন্তু পুরনো কত কোচ বাতিল হয়েছে জানানো হয়নি।
Overcrowded Train
প্রবল ভিড়ে দমবন্ধ কিশোরীর, ছড়ালো ভিডিও, প্রতিক্রিয়া রেলের
এই দৃশ্যই ছড়িয়ে সোশাল মিডিয়ায়।
×
Comments :0