অন্য রাজ্যে আলু বিক্রি বন্ধ রেখেছে রাজ্য। কিন্তু কৃষকরা সঙ্গত দাম পান এমন দরে কিনছে না। ট্রাক পিছু ৫০-৬০ হাজার ক্ষতি হচ্ছে কৃষকদের। সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের নওয়া পাড়ায় পথ অবরোধ করলেন আলুচাষিরা।
সংযুক্ত কিসান সভার ডাকে এদিন নওয়া পাড়া হিমঘরের সামনে পথ অবরোধ হয়। কৃষকনেতা আশিস সরকার বলেন, ‘‘ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করতে হবে রাজ্যে সরকারকে। অন্য রাজ্যের সঙ্গে কথা বলতে হবে। আলুচাষিরা যাতে কষ্টের ফসলের ন্যায্য মূল্য পান তা দেখতে হবে।’’
সংযুক্ত কিসান সভার নেতা গোবিন্দ রায় বলেন, ‘‘ইতিমধ্যেই এই বিষয়ে আমরা জেলা শাসক থেকে কৃষি সমবায় দপ্তরকে জানিয়েছি। ১৩০০ টাকা প্রতি কুইন্টাল বা ১৩ টাকা কেজি দরে কৃষকদের থেকে আলু কিনতে হবে রাজ্যকে।’’
অকালবৃষ্টি ও বাজার দর নেমে যাওয়ার ধাক্কায় নাজেহাল আলু চাষিরা। কৃষক সংগঠনগুলির বক্তব্য, সারা বছর সাধারণ মানুষ ৩০–৪০ টাকা কেজি দরে আলু কেনেন। অথচ চাষিরা ন্যায্য দাম পান না। উল্লেখ্য, কৃষি ও কৃষকের একাধিক দাবিকে সামনে রেখে গত ৫ আগস্ট মঙ্গলবার জেলা শাসকের কাছে স্মারকলিপি দেয় সংযুক্ত কিসান মোর্চার জলপাইগুড়ি জেলার নেতৃবৃন্দ।
সংযুক্ত কিষান মোর্চার দাবি, হিমঘরে সংরক্ষিত আলু ১৩ টাকা প্রতি কেজি দরে সরকারকে কিনতে হবে। মিড-ডে মিল প্রকল্পে এই আলু ব্যবহার করতে পারে সরকার।
এদিকে সমস্যা হচ্ছে আমন চাষেও। চলতি আমন মরশুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জেলার বহু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষত উঁচু ও ডাঙ্গা জমিতে প্রায় ২৫ শতাংশ জমিতে আমন চারা রোপণ সম্ভব হয়নি। এই বিষয়ে দ্রুত সরকারি হস্তক্ষেপ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
এদিন জলপাইগুড়িতে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ থাকার কারণে রাস্তার দুই দিকে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।
Potato Growers Jalpaiguri
মিলছে না আলুর দাম, জলপাইগুড়িতে পথ অবরোধ
×
Comments :0