POETRY / PITAMBAR DAS / KHUDIRAM / MUKTADHARA / 11 AUGHST 2025 3rd YEAR

কবিতা / পীতাম্বর দাস / একবার বিদায় দে মা ঘুরে আসি / মুক্তধারা / ১১ আগস্ট ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  PITAMBAR DAS  KHUDIRAM  MUKTADHARA  11 AUGHST 2025  3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

একবার বিদায় দে মা ঘুরে আসি
 

পীতাম্বর দাস

১১ আগস্ট ২০২৫ / বর্ষ ৩

 

একবার বিদায় দে মা ঘুরে আসি।
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী।

কলের বোমা তৈরি করে
দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো,
বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আরেক ইংলন্ডবাসী।

হাতে যদি থাকতো ছোরা
তোর ক্ষুদি কি পড়তো ধরা মাগো
রক্ত-মাংস এক করিতাম
দেখতো জগতবাসী

শনিবার বেলা দশটার পরে
জজকোর্টেতে লোক না ধরে মাগো
হল অভিরামের দ্বীপচালান মা ক্ষুদিরামের ফাঁসি

বারো লক্ষ তেত্রিশ কোটি
রইলো মা তোর বেটা বেটি মাগো
তাদের নিয়ে ঘর করিস মা
মোদের করিস দাসী

দশ মাস দশদিন পরে
জন্ম নেব মাসির ঘরে মাগো
তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি।

Comments :0

Login to leave a comment