Gaza Journalist Killing

গাজায় বেছে বেছে সাংবাদিক হত্যায় প্রতিবাদ বিশ্বে

আন্তর্জাতিক

রামাল্লায় নিহত সাংবাদিকদের ছবি হাতে রাস্তায় জনতা।

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদ ছড়ালো বিশ্বে। রাষ্ট্রসঙ্ঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিন্দা করেছে আগেই। গাজায় আগ্রাসন বিরোধী বিভিন্ন আন্দোলন এবং সংগঠনও জানিয়েছে প্রতিবাদ। 
২০২৩’র অক্টোবরে গাজায় পুরোদমে আগ্রাসন শুরু থেকে ২৩৮ সংবাদকর্মীকে হত্যা করেছে ইজরায়েলের সেনা। সোমবার গাজা শহরে আল শিফা হাসপাতালের বাইরে অস্থায়ী তাঁবুতে সাংবাদিকদের হত্যা করা হয়। 
কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফ, মহম্মদ কুরেশি, চিত্র সাংবাদিক ইব্রাহিম জাহির এবং মহম্মদ নওফলকে ইজরায়েলের সেনা হত্যা করে। ফ্রিল্যান্স চিত্র সাংবাদিক মোমেন আলিওয়া এবং সাংবাদিক মহম্মদ আল খালিদিকেও হত্যা করা হয়েছে। 
গাজায় ইজরায়েলের আগ্রাসন শুরুর গোড়া থেকে সংবাদমাধ্যম এবং ত্রাণকর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দীর্ঘসময় আন্তর্জাতিক মহল চুপ থেকেছে। জনমতের চাপে বিভিন্ন দেশের সরকারকে নড়েচড়ে বসতে হয়েছে। ইজরায়েলের সহযোগী পশ্চিমী দেশগুলির কয়েকটি সম্প্রতি প্যালেস্তাইনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা করেছে। 
সোমবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিউনিশিয়ায় হয়েছে মিছিল, প্রতিবাদ রাস্তায় নেমেছে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে। ডাবলিনেও দেখা গিয়েছে ক্ষোভ জানাচ্ছেন জনতা।  
ইজরায়েলের প্রধান মদতদাতা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি-তে প্রতিবাদ করতে দেখা গিয়েছে জনতাকে। প্রতিবাদীরা সরব হয়েছেন লন্ডনেও। নরওয়ের অসলো এবং সুইডেনের স্টকহোমে হয়েছে বিক্ষোভ। 
রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার দপ্তর বিবৃতিতে বলেছে সাংবাদিকদের বেছে বেছে হত্যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। চাপে পড়ে ইজরায়েল সাফাই দিয়েছে যে ‘নিহত সাংবাদিক শরিফ এক সময়ে হামাসের মিডিয়া টিমে কাজ করতেন’। আন্তর্জাতিক স্তরে প্রতিবাদীরা এই যুক্তি উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, এই যুক্তিতে নিরস্ত্র এক সাংবাদিককে হত্যা করা যায় না। ইজরায়েল আগ্রাসনের চেহারা লুকাতে চেয়েছে বলে আন্তর্জাতিক সব সংবাদমাধ্যমে কার্যত আটকেছে। 
ব্রিটেনের প্রধানমন্ত্রী কের স্টার্মারের মুখপাত্র বলেছেন ঘটনার ‘স্বাধীন তদন্ত করা হবে’। 
‘রিপোর্টারস উইদাউট বর্ডার’ এবং ফরেন প্রেস অ্যাসোসিয়েশন-র মতো সংবাদকর্মীদের মঞ্চ তীব্র নিন্দা করেছে এই হত্যাকাণ্ডের। 
ইজরায়েলের দখলদারিতে থাকা ওয়েস্ট ব্যাঙ্কের রামাল্লায় নিহত সাংবাদিকদের ছবি হাতে রাস্তায় নামেন নাগরিকরা।

Comments :0

Login to leave a comment