দিল্লির পর রাজস্থান। পথ কুকুরদের নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত করার নির্দেশ দিল আদালত। নয়ডা, গুরুগ্রাম এলাকায় একাধিক বার পথ কুকুর কামড়ে দেওয়ার ঘটনা জানা গিয়েছে। গতকাল শীর্ষ আদালত দিল্লি প্রশাসনকে নির্দেশ দেয় রাস্তা থেকে পথ কুকুরদের সড়িয়ে নির্দিষ্ট কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য।
এদিন রাজস্থান হাইকোর্ট রাজ্যের পৌরসভা গুলোকে নির্দেশ দিয়েছে পথ কুকুরদের কোন ক্ষতি না করে তাদের নির্দিষ্ট এলাকায় স্থানান্তরিত করার জন্য। আদালতের কথায় শহরের বা রাজ্যের যেই ব্যাস্ত রাস্তা রয়েছে সেই জায়গায় যাতে কোন পথ কুকুর না থাকে সেই বিষয় নজর রাখতে হবে স্থানীয় পৌরসভাকে।
আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে পৌরসভার কাজে যদি কেউ বাধা দিতে আসে তবে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে প্রশাসন। বিচারপতি কুলদীপ মাথুর এবং বিচারপতি রবি চারানিয়ার বেঞ্চ মঙ্গলবার বলেছে, ‘‘পৌরসভা পথ কুকুরদের অন্যত্র সড়ানোর জন্য পদক্ষেপ নিতে পারে, তবে পথ কুকুরদের যাতে কোন ক্ষতি না হয় দিকে নজর রাখতে হবে প্রশাসন। যদি কোন ব্যাক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠন কাজে বাধা দেয় তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’’
আদালতের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় এবং রাজ্য সড়কের পাশাপাশি হাসপাতাল এবং আদালত চত্বর থেকে পথ কুকুরদের সড়ানোর জন্য।
Rajasthan
রাজস্থানের রাস্তা থেকে পথ কুকুর সরানোর জন্য পৌরসভাকে নির্দেশ আদালতের

×
Comments :0