Kapil Sibal

‘ইন্ডিয়া’কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিব্বালের

জাতীয়

ইন্ডিয়া মঞ্চকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বাল। তার দাবি ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এই বিরোধী মঞ্চ বিজেপি বিরুদ্ধে লড়াই দিতে সক্ষম হচ্ছে না।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সিব্বাল বলেন, ‘‘ইন্ডিয়াকে একটি ব্লক হিসাবে দেখা উচিত। তাদের একটি সুসংহত নীতি, একটি সুসংহত আদর্শিক কাঠামো এবং ভবিষ্যতের জন্য একটি সুসংহত কর্মসূচি থাকা দরকার।’’ 
তার কথায় জাতীয় স্তরের বিভিন্ন বিষয় ইন্ডিয়ার দল গুলো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এবং বিভিন্ন বিষয় সমন্বয় রাখা প্রয়োজন।


২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে চ্যালেঞ্জ জানাতে ইন্ডিয়া গঠন করা হয়েছিল। তবে, দিল্লি বিধানসভা নির্বাচনের সময়, বিশেষ করে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। দুই দলই দুজনের বিরোধীতায় সরব ছিলেন। 
রাজনৈতিক বিশেষজ্ঞরা হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপির পরবর্তী জয়ের কারণ হিসেবে ঐক্যের এই অভাবকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন।

Comments :0

Login to leave a comment