বড়তলায় ফুটপাথে সাত মাসের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা দিলো আদালত। মঙ্গলবার বিকেলে দোষীর মৃত্যুদণ্ডের সাজা দিলো ব্যাঙ্কশাল আদালত। বিচারপতি আদালতে শুনানির সময় এই ধর্ষণের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করেছেন।
তদন্তের সময় পুলিশ ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে। ঘটনার ২৬ দিনের মাথায় ১৩ পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছিল পুলিশ। চার্জশিট পেশ করে বড়তলা থানার পুলিশ। এদিন ওই যুবককে দোষী সাব্যস্ত করেছে আদালত। তার ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। ওই শিশুকন্যার পরিবারকে ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।
ওই শিশু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তার মেডিক্যাল পরীক্ষা করে ধর্ষণের প্রমাণ মিলেছে।
গত ৩০ নভেম্বর বড়তলা এলাকার ফুটপাতবাসী দম্পতি থানায় অভিযোগ করেন যে তাঁদের শিশু নিখোঁজ। ঘটনার ৪ ঘন্টা পর পাশের এক ফুটপাত থেকেই উদ্ধার করা হয় ওই শিশুকে। তদন্ত করে দেখা যায় ওই শিশু ধর্ষণের শিকার।
৪ ডিসেম্বর ওই অভিযুক্ত যুবককে ঝাড়গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে অভিযুক্তের নাম রাজীব ঘোষ। পুলিশ সূত্রের খবর, ওই যুবকের বয়স ৩৪। বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকায়।
এই ঘটনায় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে। তার ভিত্তিতে ব্যাঙ্কশাল আদালতের বিশেষ পকসো কোর্টে বিচার প্রক্রিয়া চলে।
আর জি কর হাসপাতালে ধর্ষণ-খুন কাণ্ডের পর রাজ্যজুড়ে প্রতিবাদ তীব্র হয়েছে। সরকারকে অনেকক্ষেত্রে তৎপর হতে হয়েছে। তবে আরজি কর কাণ্ডের মতো প্রভাবশালীরা জড়িত থাকলে, বিভিন্ন সময়, পিছিয়ে যেতে দেখা গিয়েছে প্রশাসনকে।
burtolla rap case
বড়তলায় শিশু ধর্ষণে ফাঁসির আদেশ আদালতের

×
Comments :0