Lok Sabha Election 2024

বাঁকুড়া-বিষ্ণুপুর দুই কেন্দ্রের বুথ ক্যাম্প সাজছে লাল ঝান্ডায়

রাজ্য লোকসভা ২০২৪

বাঁকুড়া কেন্দ্রের জগদোল্লা ২নং গ্রামপঞ্চায়েতের ঝরিয়াকোচা গ্রামে গৃহবধূ চেন ফ্ল্যাগ তৈরী করছেন। মধুসূদন চ্যাটার্জি।

শুক্রবার বিকাল থেকেই বাঁকুড়া, বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রের বুথ গুলিতে বামফ্রন্টের কর্মীরা পতাকা, চেনফ্ল্যাগ টাঙ্গাতে শুরু করেছেন। শনিবার দুটি কেন্দ্রেই নির্বাচন। বাঁকুড়া কেন্দ্রে প্রার্থী বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত ও বিষ্ণুপুর কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী জয়পুরের রাজগ্রাম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শীতল কৈবর্ত্য। 

নির্বাচনের জন্য বুথ তৈরী করছেন বিষ্ণুপুর কেন্দ্রের বড়জোড়া বিধানসভা এলাকার বড়কুড়া বুথের কর্মীরা। মথুরাপুরের বাউরি পাড়ার ছবি। 

জেলার সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রের নির্ধারিত সীমার মধ্যেই বামফ্রন্টের বুথ গুলি করা হচ্ছে। দুটি কেন্দ্রের কর্মীরা বিকাল থেকেই বুথ সংলগ্ন এলাকায় পতাকা ও চেন ফ্ল্যাগ টাঙ্গাতে শুরু করেছেন। বহু বাড়িতে মহিলারা চেন ফ্ল্যাগ তৈরী করেছেন। সেজে উঠছে বুথগুলি। 

Comments :0

Login to leave a comment