হাইড রোডে সিপিআই(এম) কার্যালয়ের দেওয়াল ভেঙে চুরি হয়েছে। খোওয়া গিয়েছে বহু বইপত্র। কলকাতা পোর্ট-৩ এরিয়া কমিটির দপ্তরে হয়েছে চুরি।
তারাতলার কাছে হাইড রোডে গ্ল্যাক্সো মোড়ে এই কার্যালয় বহু বছরের। পার্টিকর্মীরা জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে দেওয়াল ভেঙে, দরজা ভেঙে সমস্ত কিছু চুরি হয়েছে। তিনটি বড় স্টিল আলমারি, তিনটি ছোট স্টিল আলমারি, একটি ছোট কাঠের আলমারি, দু’টি কাঠের এবং একটি স্টিলের টেবিল, ছয়টি ফ্যান, ২৮টি চেয়ার, দুটি কাঠের বেঞ্চ, একটি গ্যাস সিলিন্ডার, একটি গ্যাস ওভেন, ৯/১০টি টিনের বাক্স, ৬/৭ শত বই, বেশ কিছু অ্যালুমিনিয়াম থালা, বাটি, কড়াই, হাতা, খুন্তি, মগ, গ্লাস সব চুরি গিয়েছে। জানালার গ্রিল,বেশ কিছু ফাইল, খাতা, কাগজপত্র, বিল, কুপনও চুরি গিয়েছে।
তারাতলা থানা থেকে আধিকারিক এবং পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসেন। দায়ের হয়েছে অভিযোগ। এরিয়া কমিটির সম্পাদক তপন চক্রবর্তী জানান ওই ভাঙা অফিস থেকেই দৈনন্দিন কাজ চলবে। তিনি বলেন, এতো বড় মাপের চুরির পেছনে বড় মাথা নিশ্চয় আছে।
CPI-M Office
দেওয়াল ভেঙে চুরি হাইড রোডে সিপিআই(এম) দপ্তরে, হাপিস কয়েকশো বই

×
Comments :0