ধর্মের নামে বিভাজন ছড়িয়ে আসলে শ্রমজীবীকে ভাঙতে চাইছে মালিকরা। এই সময়ে সব শ্রমজীবীকে একজোটে থাকতে হবে।
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় কর্মরত বাংলার শ্রমিকরা এই মর্মে শপথ নিলেন মে দিবসে।
সিআইটিইউ রাজ্য সভাপতি নাগেশ্বর রাও ছিলেন বাংলার পরিযায়ী শ্রমিকদের এই সভায়।
সিআইটিইউ সংগঠক আলাউদ্দিন খানসামা বলেছেন যেবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রমিকদের বাংলাদেশী বলে হেনস্তা করা হচ্ছে। মারধর করা হচ্ছে। সুরাটে বাংলার শ্রমিকদের কাজ থেকে তাড়ানো হয়েছে। অথচ, রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন খোলা দরকার এই সময়।
রাজ্যের পরিযায়ী শ্রমিক নেতা জাহির আব্বাসও ছিলেন সমাবেশে। যোগ দেন বহু মহিলা শ্রমিক।
Vijaywada May Day
বাংলাদেশী বলে হেনস্তা, বিজয়ওয়াড়ায় ঐক্যের শপথ বাংলার শ্রমিকদের

×
Comments :0