অনিন্দিতা দত্ত- শিলিগুড়ি
‘সকলের কাজের দাবিতে, বেকারি বিরোধী দিবসে উত্তরকন্যা চলো’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে যুবদের মিছিল হয়েছে। ডিওয়াইএফআই এনজেপি—ফুলবাড়ি লোকাল কমিটির উদ্যোগে শক্তিগড় স্কুল মোড়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এনজেপি গেটবাজার এলাকায় সিপিআই(এম) পার্টি দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। এই মিছিলে এদিন পা মিলিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা ও ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অপূর্ব প্রামানিক। এছাড়াও ছিলেন জেলা যুব সভাপতি শচীন খাতি, জেলা যুব সম্পাদক নান্টু কুন্ডু, যুব নেতা সাগর শর্মা প্রমুখ। মিছিলে অসংখ্য যুবক যুবতীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে গেটবাজার এলাকায় আগামী ২৮মার্চ উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে অর্থ সংগ্রহ অভিযান চলে। অর্থ সংগ্রহ অভিযানে এলাকার মানুষজন সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুব সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি বলেছেন, ২৮ মার্চ দিনটিতে আমাদের যুব সংগঠনের পক্ষে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক বেকারি বিরোধী দিবস পালিত হবে। রাজ্যের ২২টি জেলাতেই এই কর্মসূচি হবে। উত্তরের ক্ষেত্রে মালদা থেকে দার্জিলিঙ পর্যন্ত সাতটি জেলা যৌথভাবে প্রশাসনিক দপ্তর উত্তরকন্যা অভিযানে সামিল হব আমরা। তিনি বলেন, উত্তরের প্রশাসনিক ভবন উত্তরকন্যার উন্নয়ন সকল মানুষের জন্য নয়, কিছু ব্যক্তি বিশেষের জন্য। তাই কাজের স্বচ্ছ্তার দাবিতে, দুর্নীতি ও নির্যাতনের বিরুদ্ধে, পেটের ভাত, হাতের কাজ, শিক্ষার দাবিতে ওই দিন উত্তরকন্যা অভিযান হবে। শুধু শিক্ষামন্ত্রীর নিরাপত্তা নিয়ে চিন্তা করলে হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? রাজ্যে ছাত্র-ছাত্রীদের কোন নিরাপত্তা নেই। আরজি করে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হলো। ছাত্রদের প্রতিনিয়ত পুলিশ বুটের নীচে পিষে মারছে। জলপাইগুড়িতে ৫৪ দিনের বাচ্চা ভ্যাকসিন নিয়ে হাঁচতে গিয়ে নাকে মুখে রক্ত বেরিয়ে মরে গেল। প্রসূতি মায়ের নিরাপত্তা নেই। কলকাতার পুলিশ স্টেশনে সিভিক মহিলা ভলান্টিয়ারের নিরাপত্তা আছে কি? স্বচ্ছতার সাথে শূন্য পদে নিয়োগের দাবি জানান তিনি।
মীনাক্ষী বলেন, উত্তরকন্যা অভিযানের দিন পুলিশী বাধা দেওয়ার কোন প্রশ্নই উঠছে না। কেন কি আমরা পুলিশের কাছে যেতে চাইছি না। তাই পুলিশ কেন আটকাবে। আমাদের প্রশ্নের কোন সদুত্তর উত্তরকন্যার কাছে নেই বলে উত্তরকন্যা পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করতেই পারে।
Comments :0