Delimitation meeting

যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় স্টালিনের ডাকা বৈঠকে পিনারাই সহ ১৪ জন নেতা

জাতীয়

আসন পুনর্বিন্যাস সংক্রান্ত স্টালিনের ডাকা বৈঠকে উপস্থিত থাকলেন পাঁচ রাজ্যের ১৪ জন নেতা। রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অনুপস্থিত থাকল তৃণমূল। শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান স্টালিন আসন পুনর্বিন্যাস সংক্রান্ত একটি বৈঠকে বিজেপি বিরোধী দল গুলোকে আহ্বান জানান। ডিএমকের দাবি, আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণী রাজ্য থেকে লোকসভায় আসন কমানোর চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। যার জেরে রাজ্যের অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষতির সম্ভাবনা আছে। আসন কমে যাওয়ার ফলে কমবে সাংসদের সংখ্যা। যার জেরে কমবে সাংসদ তহবিল থেকে উন্নয়নের খরচ। উল্লেখ্য রাজনৈতিক মহলের অনেকে মনে করছে দক্ষিণ ভারতে যেহেতু বিজেপি শক্তি বাড়াতে সক্ষম হয়নি তাই সেখানে লোকসভার আসন কমিয়ে নিজেদের শক্তি কেন্দ্র ধরে রাখতে চাইছে তারা।

স্টালিন দাবি করেছেন এই বৈঠক ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে একটি ঐতিহাসিক বৈঠক। তাঁর কথায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত যেই আওয়াজ তামিলনাড়ু থেকে উঠে এসেছে তা গোটা দেশে ছড়িয়ে পড়েছে। দেশের ভবিষ্যৎ যাতে সঠিক পথে এগোয় সেই কারণে এই বৈঠক বলে দাবি করেছেন স্টালিন।

বৈঠকে যোগ দিতে এসে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, ‘‘কোনোভাবে আমরা দক্ষিণ ভারত থেকে লোকসভার আসন কমতে দেব না। পরিবার পরিকল্পনা থেকে শিক্ষা এবং অর্থনীতি বিভিন্ন দিকে থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলি অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে আছে। দেশের উন্নয়নের জন্য তারা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’

তবে স্টালিনের এই বৈঠককে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের মুখপাত্র সিআর কেশবন দাবি করেছেন, নিজেদের দুর্নীতি ঢাকা দিতে আসন পুনর্বিন্যাস নিয়ে বৈঠক করে নজর ঘোরাতে চাইছে ডিএমকে। বিজেপির কথায় কোয়েম্বাটোরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে গিয়েছেন আসন পুনর্বিন্যাসের ফলে তামিলনাড়ুর কোন সমস্যা হবে না, তাই বৈঠক অযৌক্তিক। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মৌখিক আশ্বাসকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। তাঁরা চাইছেন গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা। তেমন কোনো আলোচনা প্রক্রিয়া শুরু করেনি কেন্দ্রের বিজেপি জোট সরকার। 

Comments :0

Login to leave a comment