Delhi High Court

বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হলো টাকা, এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হলো বিচারপতিকে

জাতীয়

আগুন নেভাতে গিয়ে বিচারকের বাড়ি থেকে উদ্ধার হলো কয়েক লক্ষ টাকা। বিচারপতি যশবন্ত ভর্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর বিচারপতির বাড়িতে আগুন লাগলে দমকলে খবর দেওয়া হয়, সেই সময় বাড়ি ছিলেন না দিল্লি হাইকোর্টের বিচারপতি ভর্মা। আগুন নেভাতে গিয়েই টাকা উদ্ধার করেন দমকল কর্মীরা।
সূত্রের খবর এই ঘটনা সামনে আসার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সজ্ঞীব খান্না নেতৃত্বাধীন কলেজিয়াম সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি ভর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টের বদলি করার। 
জানা যাচ্ছে কলেজিয়ামের সদস্যরা বিচারপতি ভর্মার কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেছেন। তাদের দাবি তার বিরুদ্ধে কমিটি গঠন করে তদন্ত করা হোক। প্রয়োজনের তাকে অপসারন করা হোক। 
দিল্লি হাইকোর্টের আইনজীবী অরুণ ভরদ্বাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিচার ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 
১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট বিচারকদের বিরুদ্ধে দুর্নীতি, অন্যায় এবং অনিয়মের অভিযোগ মোকাবেলার জন্য নির্দেশিকা নির্ধারণ করে।

এই নির্দেশিকা অনুসারে, অভিযোগ পাওয়ার পর প্রধান বিচারপতি প্রথমে সংশ্লিষ্ট বিচারকের কাছ থেকে জবাব চাইবেন। যদি তিনি উত্তরে অসন্তুষ্ট হন অথবা বিশ্বাস করেন যে বিষয়টি আরও তদন্তের প্রয়োজন, তাহলে তিনি একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করবেন।

এই কমিটিতে সুপ্রিম কোর্টের একজন বিচারক এবং দুইজন হাইকোর্টের প্রধান বিচারপতি থাকবেন।

কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর এবং যদি প্রধান বিচারপতি যদি মনে করেন যে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গুরুতর প্রকৃতির যার জন্য অপসারণ প্রয়োজন, তাহলে তিনি বিচারককে পদত্যাগ করতে বলবেন।

যদি বিচারক তা প্রত্যাখ্যান করেন, তাহলে প্রধান বিচারপতি সংবিধানের ১২৪(৪) অনুচ্ছেদের অধীনে সংসদ কর্তৃক তার অপসারণের জন্য প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে চিঠি লিখবেন।

Comments :0

Login to leave a comment