ছেলের পরীক্ষা। তাই সাত সকালে ঘুম থেকে উঠেই লেগে পড়েছিলেন ছেলের জন্য ভাত রান্নায়। ছেলেও প্রস্তুতি নিচ্ছিল পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য। এরমাঝেই আচমকা এক ঘটনা এক নিমেষে পাল্টে দেয় গোটা পরিস্থিতি। রান্না করতে করতেই হৃদস্পন্দনে ব্যাঘাত ঘটে মায়ের। কিছু বুঝে ওঠার আগেই ছেলের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মর্মান্তিক ঘটনা গোটা মহল্লালে স্তম্ভিত করে দেয়। তবে পরিজন, প্রতিবেশী, শিক্ষকদের সহায়তায় মেয়ের নিথর দেহ ঘরে রেখেই পরীক্ষা কেন্দ্রে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছেলে।
সোমবার সাত সকালে বোলপুরের শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত রূপপুর গ্রামে ঘটেছে হৃদয় বিদারক এই ঘটনা। মৃত্যু হয়েছে অঞ্জু ভাদুরীর (৪৩)। তাঁরই ছেলে বোলপুরের বিবেকানন্দ স্কুলের ছাত্র রূপঙ্কর ভাদুরী স্থানীয় বিনুরিয়া নীরদবরণী উচ্চ বিদ্যালয়ে দিয়েছেন পরীক্ষা। পরিজন, স্কুলের শিক্ষকদের সহযোগিতায় সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় এবং শেষ হওয়া মাত্রই শ্মশানে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন মায়ের। নীরবরণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা দাস রায় জানিয়েছেন, ‘‘খুবই মর্মান্তিক ঘটনা। ছাত্রটি অত্যন্ত মেধাবী। আমরা কুর্নিশ জানায় বিপর্যস্ত ছাত্রের মানসিকতাকে।’’ পরীক্ষার্থী রূপঙ্কর ভাদুড়ি কাঁদতে কাঁদতে জানিয়েছেন, ‘‘আমি পড়ছিলাম মা রান্না করছিল। হঠাৎ কিভাবে এমন ঘটনা ঘটল, কিছু বোঝার আগেই সবকিছু শেষ হয়ে গেল।’’
HS Exam 2025
পরীক্ষা শেষ করেই মায়ের শেষকৃত্যে ছেলে

×
Comments :0