Kunal Kamra

কামরাকে সমন পাঠালো মুম্বাই পুলিশ

জাতীয়

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে কৌতুক করায় কৌতুক অভিনেতা কুনাল কামরাকে সমন পাঠালো মুম্বাই পুলিশ। সূত্রের খবর খার থানার পক্ষ থেকে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে অভিনেতা মুম্বাইয়ে না থাকায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে সমন পাঠানো হয়েছে।
শিন্ডে শিবসেনার বিধায়ক মুঙ্গেশ কুদালকার কামরার বিরুদ্ধে কুর্লা নেহেরু নগর থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতেই সমন পাঠানো হয়েছে। বর্তমানে কামরা মুম্বাইয়ে না থাকায় পুলিশকে জানিয়েছেন যে সে হাজিরা দিতে পারবেন না। মুম্বাই ফিরে হাজিরা দেবেন এবং তদন্তে সব রকম ভাবে সাহায্য করবেন। 
কুনাল কামরার অনুষ্ঠানে একনাথ শিন্ডের রাজনৈতিক ভোলবদল ঘিরে কৌতুক উপস্থাপনা পেশ করেছিলেন। উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন শিবসেনা ছেড়ে আলাদা দল গড়েন শিন্ডে। যোগ দেন বিজেপি’র সঙ্গে। প্রথমবার মুখ্যমন্ত্রী হলেও এবার তাঁকে উপমুখ্যমন্ত্রী করেছে বিজেপি। 
মুম্বাইয়ে কুনাল কামরার স্টুডিও তছনছ করে শিবসেনা। খারে এই স্টুডিওতে তাণ্ডবের জেরে শিবসেনার কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। 
আসরে নেমেছেন বিজেপি নেতা এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস নিজেই। তিনি কৌতুক অভিনেতার থেকে ক্ষমাপ্রার্থনার দাবি তুলে উত্তেজনা আরও বাড়িয়েছেন। তবে কামরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি কোন ভাবে ক্ষমা চাইবেন না। তার কথায় প্রতিটা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আছে, সেই অধিকারের ভিত্তিতেই সে তার মত প্রকাশ করেছেন।
উগ্র হিন্দুত্ববাদী শিবির বিভিন্ন সময়েই কৌতুক অভিনেতাদের আক্রমণের লক্ষ্য করেছে। বিভিন্ন শহরে তাঁদের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য করেছে। কামরাও বারবার আক্রমণের লক্ষ্য হয়েছেন।  কামরা আবার তাঁর নতুন কৌতুক অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘নয়া ভারত’। কেন্দ্রে বিজেপি সরকারের প্রধানমন্ত্রী থেকে বিজেপি নেতাদের মুখে এই স্লোগানই শোনা যায়। তবে সেই সঙ্গে কর্পোরেট-হিন্দুত্ববাদী তাণ্ডবের চেহারাও সামনে চলে আসছে। দাবি আর বাস্তবতার ফারাক ঘিরে রাজনৈতিক ব্যঙ্গও নতুন নয়। 
মুম্বাইয়ে যেখানে অনুষ্ঠান করছিলেন কামরা, সেখানেও হয়েছে ভাঙচুর। হ্যাবিটাট কমেডি ক্লাব আপাতত সব অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। 
মহারাষ্ট্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবেসনার নিজের গোষ্ঠীর নেতা উদ্ধব থ্যাকারে বলেছেন, কামরা কোনও ভুল বলেছেন বলে আমি মনে করিনা। গদ্দারকে গদ্দার বললে ভুল কোথায়!

Comments :0

Login to leave a comment