Nousad Siddiqui

জেল থেকে বেরিয়ে সরব নওসাদ

রাজ্য

শনিবার সকালে প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট তাঁর জামিন মজ্ঞুর করলেও শুক্রবার পর্যন্ত জেল কর্তৃপক্ষের কাছে জামিনের কোন কপি আসেনি। তাই তাকে কাল ছাড়া হয়নি। 

শনিবার সকালে নওসাদ এবং কয়েকজন ধৃত আইএসএফ কর্মীকে ছাড়া হয়। জেল থেকে বাইরে আসার পর আইএসএফ বিধায়ককে মালা পরিয়ে স্বাগত জানান দলীয় কর্মীরা।

 

জেল থেকে বাইরে এসেই নওসাদ জানিয়েছেন নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিষয় তিনি সরব থাকবেন। আইনজীবী এবং কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেপ্তারির প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, কৌস্তভের পাশে রয়েছেন। তাঁর গ্রেপ্তারির বিরুদ্ধেও সরব হবেন বলে জানিয়েছেন। 

গত ২১ জানুয়ারি ধর্মতলা থেকে গ্রেপ্তার করা হয় নওসাদকে। তারপর একাধিক মিথ্যা মামলা দিবে ৪২ দিন জেলে আটকে রাখা হয় আইএসএফ বিধায়ককে। 

Comments :0

Login to leave a comment