রবিবার ৩১আগস্ট হঠাৎই নিজের অবসরের ঘোষণা করেন ভারতের তারকা বক্সার লভলিনা বোরগোহাইন। টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী লভলিনা এবছর প্যারিস অলিম্পিকের পর থেকেই আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। সেই সময় গত জুন মাসে তিনি নিজের একাডেমি গঠনের কাজেই মনোনিয়োগ করেছিলেন লভলিনা। আফসোসের সুরেই লভলিনা জানিয়েছেন ' আমি যখন থেকেই নিজের একাডেমি তৈরির কথা ভেবেছিলাম। তখন থেকেই আমার পরিকল্পনা ছিল যে প্যারিস অলিম্পিকের পর আমি অবসর নেব । কিন্তু সেই প্রতিযোগিতায় আমি প্রত্যাশা মতন খেলতে পারিনি । নয়তো সেখানেই আমি অবসর নিতাম '। গত বছর অলিম্পিকে ৭৫কেজি বিভাগের বক্সিংয়ে পর পর দুইবার অলিম্পিক পদক জেতার সুযোগ লভলিনা হাতছাড়া করেছিলেন চীনের লি কুয়ানের কাছে হেরে। আগামী সেপ্টেম্বরের ৪তারিখ লিভারপুলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার খেলার কথা ছিল। লভলিনা এই প্রতিযোগিতায় আর না খেললেও এই প্রতিযোগিতায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নের পদক জিতেছেন এই ভারতীয় তারকা বক্সার। বর্তমানে নিজের একাডেমি গঠনের কাজেই আরো ভালোভাবে মনোসংযোগ করতে চান লভলিনা।
LOVLINA ANNOUNCE HER RETIREMENT
অবসর ঘোষণা ভারতের তারকা বক্সার লভলিনার

×
Comments :0