on this day 1948

শ্যাম থাপা জন্মেছিলেন আজকের দিনে

খেলা

on this day 1948

আজ ১০ মে। ১৯৪৮সালের আজকের দিনেই জন্মেছিলেন কলকাতা তথা ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার শ্যাম থাপা। ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলা এই স্ট্রাইকার বিখ্যাত হয়েছিলেন তার বাইসাইকেল কিকের জন্য। ১৯৭৮ সালে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান জার্সিতে এই বাইসাইকেল কিকে গোল করেছিলেন তিনি। ১৯৬৪সালে সুব্রত কাপ ফাইনালে গোর্খা মিলিটারি হাইস্কুলের হয়ে ফাইনালে জয়সূচক গোল করেছিলেন শ্যাম থাপা। তারপর থেকেই নজরে আসেন কলকাতার বিভিন্ন ক্লাবের। ১৯৬৬তে ইস্টবেঙ্গল জার্সিতে ইস্টবেঙ্গলে খেলার পর গোর্খা বিগ্রেড , মাফটাল মিল দলের পর ১৯৭৭-এ ফিরে আসেন ইস্টবেঙ্গলে। ১৯৭০ ও ৭৫-এ আইএফএ শিল্ড জিতেছিল ইস্টবেঙ্গল। ১৯৭৭-এ সই করেন মোহনবাগানে। তারপর থেকেই হয়ে ওঠেন মোহনবাগানের ' ঘরের ছেলে '। ১৯৭৮সালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বাইসাইকেল কিক গোলের পরই আরো বিখ্যাত হয়ে যান কলকাতা ময়দানে। দুই প্রধান ছাড়াও ভারতের জার্সিতে ১৯৭০-র এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সেই দলের কিংবদন্তি পিকে ব্যানার্জির কোচিংয়ে খেলেছিলেন থাপা। সেবছরই মারডেকা প্রতিযোগিতাতেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ২০১৬সালে ইস্টবেঙ্গলের ' লাইফটাইম এচিভমেন্ট ' পাওয়ার পরে ২০২২ সালে পেয়েছেন ' মোহনবাগান রত্ন '। 

 

 

Comments :0

Login to leave a comment