শাসক এবং বিরোধী সংঘাতে উত্তপ্ত ওড়িশা বিধানসভা। সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের জন্মদিবসে ছুটি বাতিল এবং ওই দিন পঞ্চায়েত রাজ দিবস হিসাবে পালিত না হাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। বিজুর জন্মদিবসের দিন তার মূর্তির সামনে বিক্ষোভও দেখান বিজেডি নেতারা।
এদিন বিধানসভায় প্রশ্ন উত্তর পর্ব শুরু হওয়ার সাথে সাথে উত্তপ্ত হয় পরিস্থিতি। ক্ষোভে ফেটে পড়েন বিরোধী বিধায়করা। তাদের দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অপমান করেছে বিজেপি। এছাড়া রাজ্যে বিজেপি শাসনে বেড়ে চলা নারী নির্যাতন নিয়েও সরব হয় কংগ্রেস এবং বিজেডি। অধ্যক্ষের আসনের কাছে বিক্ষোভ দেখাতে থাকেন দুই দলের বিধায়করা। বিরোধীদের বিক্ষোভের জেরে মূলতুবি হয়ে যায় অধিবেশন।
এদিন বিধানসভার অধিবেশন মূলতুবি হয়ে গেলে বিজেডি বিধায়করা বিজু পট্টনায়কের মূর্তির সামনে গিয়ে বিক্ষোবব দেখাতে থাকেন। কংগ্রেস বিধায়করা বিক্ষোভ দেখান গান্ধী মূর্তির সামনে।
৫ মার্চ বিজু পট্টনায়কের জন্মদিন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনের দিন রাজ্যে পঞ্চায়েত রাজ দিবস ঘোষনা করেছিল নবীন পট্টনায়ক সরকার। ক্ষমতায় এসে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে এই দিন তারা পঞ্চায়েত রাজ দিবস হিসাবে পালন করবে না। পঞ্চায়েত রাজ দিবস পালিত হবে ২৪ এপ্রিল, যেদিন গোটা দেশে তা পালিত হয়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ওড়িশার রাজনীতির উল্লেখ যোগ্য চরিত্র বিজু পট্টনায়ক। স্বাধীনতা আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময় ওড়িশার মুখ্যমন্ত্রী হন। তার প্রয়ানের পর তাঁর ছেলে নবীন পট্টনায়ক তাঁর নামেই নতুন রাজনৈতিক দল গঠন করেন। দীর্ঘদিন ওড়িশাব ক্ষমতায় ছিল নবীনের দল। ২০২৪ এর নির্বাচনে তারা পরাজিত হয়েছেন।
বিজু জনতা দলের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যে বিজু পট্টনায়কের অবদানের কথা মাথায় রেখে তার প্রতি সম্মান জানিয়ে ওই দিন পঞ্চায়েত রাজ দিবস হিসাবে ঘোষনা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। অভিযোগ বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে তা বাতিল করেছে। উল্লেখ্য ৫ মার্চ ওড়িশার সরকারি ছুটিও বাতিল করা হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে। সরকারের যুক্তি তারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অসম্মান করছেন না।
এদিন বিজু পট্টনায়কের মূর্তির সামনে প্রতিবাদ জানায় বিজেডি। তাদের দাবি রাজ্যে কংগ্রেস সরকারের সময়ও ৫ মার্চ বিজু পট্টনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয়েছে।
ORISHA
নারী নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে ওড়িশা বিধানসভায় বিক্ষোভ বিরোধীদের

×
Comments :0