রেলের নির্মীয়মাণ কাঠামো ভেঙে পড়ে আটকে রয়েছেন ১২ শ্রমিক। উত্তর প্রদেশের কনৌজ স্টেশনে সৌন্দর্যায়নের জন্য তৈরি দ্বিতল কাঠামো ভেঙে পড়ে এই ঘটনা।
প্রায় ৩৫ জন শ্রমিক নির্মাণের কাজে যুক্ত ছিলেন। রেল পুলিশ এবং প্রশানের দাবি ২৩ জনকে উদ্ধার করা গিয়েছে। অন্তত ১২ শ্রমিক চাপা পড়ে রয়েছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ছাদের ঢালাইয়ের জন্য কাঠামো আচমকা ভেঙে পড়ে। চাপা পড়েন শ্রমিকরা।
Kannauj Station Collapse
কনৌজ স্টেশনে ভেঙে পড়ল কাঠামো, আটকে অন্তত ১২ শ্রমিক
×
Comments :0