সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক নির্বাচিত হলেন বিজয় পাল। সোমাবর সিপিআই (এম)’র পশ্চিম মেদিনীপুর ২৫তম জেলা সম্মেলনে তিনি সম্পাদক পদে নির্বাচিত হন। সম্মেলন শুরু হয়েছিল রবিবার। সম্মেলন উদ্বোধন করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য।
প্রতি নিধিদের আলোচনা শেষে এদিন সন্ধ্যায় বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, বিভ্রান্তি তৈরি করার লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে আরএসএস। মগজ দখল করতে চাইছে। যখন আমরা পার্টিকে শক্তিশালী করতে চাইছি, তার ভিত্তিতে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাইছি, তখন তারা আমাদের ভাঙতে চাইছে। আমাদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ ভাঙতে বিভেদের প্রশ্ন তুলতে চাইছে। সেলিম বাংলাদেশের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, আগে বলা হতো কমিউনিস্টরা শুধু প্যালেস্টাইন নিয়ে বলে। ওরা সংখ্যালঘু তোষণ করে। আমরা বাংলাদেশের প্রশ্নে প্রতিক্রিয়া জানালাম। যেখানে অন্যায় হচ্ছে, মানুষ আক্রান্ত, আমরা তাঁদের পাশে থাকবো। কিন্তু বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর দেখা গেলো স্পষ্ট যে, মৌলবাদী শক্তি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সাম্রাজ্যবাদ এর পিছনে আছে। ভারত-বাংলাদেশ মিলিয়ে চট্টগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। তার দখল সাম্রাজ্যবাদের উদ্দেশ্য। এবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ শুরু হলো। এখানে প্রচার শুরু হলো, সিপিআই (এম) এই বিষয়ে কিছু বলছে না। অথচ আমরা পৃথিবীর যে কোন প্রান্তে সংখ্যালঘুদের উপর আক্রমণের বিরুদ্ধে। আমাদের অবস্থান কী? নাৎসিরা যখন ইহুদিদের উপর আক্রমণ করেছিল, তখন তাদের বিরুদ্ধে সবচেয়ে জোরালো প্রতিরোধ কমিউনিস্ট রা গড়ে তুলেছিল। কিন্তু সেই ইহুদি ধর্মের নামে, জায়নবাদ যখন প্যালেস্টাইনের উপর হামলা চালায়, আমরা তার তীব্র নিন্দা করি। আমাদের স্পষ্ট কথা রাজনীতিকে ধর্মের ভিত্তিতে বিচার করা যাবে না। তাহলে মারাত্মক ক্ষতি হবে। এই ভাবনা সঙ্ঘের। আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে মতাদর্শের ভিত্তিতে। ভোটে মানুষ মত ব্যক্ত করতে পারে না। তার বিরুদ্ধে সোচ্চার মানুষ প্রতিবাদ করেন। সেই আন্দোলন মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তির হাতে গেলে বাংলাদেশ হয়। আর বামপন্থীরা থাকলে শ্রীলঙ্কা হয়। এক জায়গায় জিনিসের দাম কমে। আর এক জায়গায় বাড়ে। বাংলাদেশে মৌলবাদের বিরুদ্ধে কমিউনিস্ট, সোসালিস্টরা সহ বিভিন্ন বামপন্থী শক্তি ঐক্যবদ্ধ। আমাদেরও হতে হবে, বিজেপি, সঙ্ঘকে রুখতে। তাদের সহযোগী তৃণমূলকে পরাস্ত করতে। এদিন সিপিআই (এম)’র পশ্চিম মেদিনীপুর ২৫তম জেলা সম্মেলনে সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় পাল। সম্মেলনে ৩৭৭ জন প্রতিনিধি ছিলেন। তাঁদের মধ্যে ৫৭ জন মহিলা। বাকিরা পুরুষ। ১৯৬ জনের বিরুদ্ধে মামলা আছে। ৬৩ জন বিভিন্ন সময়ে শত্রু পক্ষের চক্রান্তে কারাবাস করেছেন। ৯০ জনকে বিভিন্ন সময়ে আত্মগোপনে থাকতে হয়েছে। সবচেয়ে বেশি বয়সের প্রতি নিধি ছিলেন ৭৯ বছরের গুরুপদ দত্ত, সুভাষ দে। সর্বকনিষ্ঠ প্রতিনিধি ছিলেন ২২ বছরের অনুষ্কা জানা এবং সেখ রিয়াজ।
Paschim Medinipur
বিভাজন রুখতে বৃহত্তর ঐক্যের ডাক, পশ্চিম মেদিনীপুরে সম্পাদক নির্বাচিত বিজয় পাল
×
Comments :0