মেসি ইভেন্টের আয়োজকদের একজনকে আটক করলো পুলিশ। যুবভারতীরে বিশৃঙ্খলার পর সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের অন্যতম কর্তা রাজীব কুমার জানিয়েছেন আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। রাজীব কুমার জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে আয়োজকদের টিকিটের টাকা ফেরত দিতে হবে। রাজীব জানিয়েছেন উদ্যোক্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তবে পুলিশি অব্যবস্থা নিয়ে কোন কথা শোনা যায়নি রাজীব কুমার, জাভেদ শামিমদের মুখে।
মেসিকে দেখতে না পেয়ে দর্শকরা যখন মাঠে ক্ষোভে ফেটে পড়েন তখন তারা দাবি তোলেন যে তাদের টিকিটের টাকা ফেরত দিতে হবে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনতে হয়েছিল দর্শকদের, মেসিকে এক ঝলক দেখার জন্য। মারাদোনাকে যখন রামফ্রন্ট সরকার কলকাতায় এনেছিল তখন ২০০৮ সালে টিকিটের দাম ছিম ৫০ টাকা। মানুষ চোখের সামনে দেখেছিল ফুটবল অন্যতম নক্ষত্রকে।
যুবভারতীর এই ঘটনার দায় নিজের দিক থেকে প্রথমেই ঠেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এক্সহ্যান্ডেলে লিখেছেন, ‘এই ঘটনায় বিশদে অনুসন্ধান করবে কমিটি। যাঁরা দায়ী, তাদের চিহ্নিত করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে।’
Messi Kolkata Tour
গ্রেপ্তার ‘মেসি ইভেন্ট’ এর আয়োজক
×
Comments :0