Srijan Bhattacharya

সৃজনকে তলব করলো যাদবপুর থানা, হাজিরা আজই

রাজ্য কলকাতা

যাদবপুর কান্ডে সৃজন ভট্টাচার্যকে তলব করা হলো যাদবপুর থানার পক্ষ থেকে। এসএফআই নেতা জানিয়েছেন, ‘‘আমাকে গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে আমার কাছে যা ছবি ও ভিডিও ফুটেজ আছে সেসব নিয়ে তদন্তের স্বার্থে আসতে বলা হয়েছে। আমি আজ সন্ধে ৬টায় যাদবপুর থানায় যাব।’’

গত শনিবার তৃণমূলের অধ্যাপক সংগঠনের সাধারণ সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাত্র ছাত্রীদের কথা না শুনে গাড়ি ছুটিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে চান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর ঠিক সেই সময় শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় চলে যায় এক ছাত্র। গুরুত্বর ভাবে আহত হয় সে। বর্তমানে কেপিসি হাসপাতালে সে ভর্তি।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তর্জা। অভিযোগ পুলিশ এই ঘটনায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের না করে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। যদিও হাইকোর্টের চাপে শেষে শিক্ষামন্ত্রী তার গাড়ির চালক এবং অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। 

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় আহত ছাত্র স্কুটির ধাক্কায় পড়ে গিয়ে আহত হয়েছেন। এসএফআইয়ের পক্ষ থেকে যেই অভিযোগ করা হচ্ছে অর্থাৎ সে শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় আহত হননি।

তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে সাংবাদিক সম্মেলন করে সৃজন একাধিক ছবি এবং ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করেন যে ইন্দ্রানুক রায় ব্রাত্য বসুর গাড়িতে আহত হয়েছেন। তৃণমূলের দাবি মিথ্যা। তিনি ছবি এবং ভিডিওতে একাধিক ব্যাক্তিকে চিহ্নিত করে দেখান যে তারা বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তার দাবি সেদিন বহিরাগত এনে ক্যাম্পাসে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছিল তৃণমূল। 

Comments :0

Login to leave a comment