MODI DELHI BLAST

দিল্লি বিস্ফোরণের সাথে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জাতীয়

‘লাল কেল্লার সামনে বিস্ফোরণে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। গোটা দেশ নিহত এবং আহতদের পরিবারের পাশে আছে।’ ভুটান সফরে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গতকাল রাতে তিনি গোটা বিষয়ের ওপর নজর রেখে ছিলেন। বিভিন্ন তদন্তকারি সংস্থার সাথে তিনি বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর কথায় ভারতীয় তদন্তকারি সংস্থা এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যেমন খুঁজে বার করবে তার সাথে এই ঘটনার শিকড়ে গিয়ে তদন্ত করা হবে। এদিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। 
গতকাল দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে রাজধানী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় ২৪ জন আহত এবং ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় লাল কেল্লা এবং চাঁদনী চকের মতো জনবহুল এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে। বিস্ফোরণে আশেপাশের দোকানগুলির দরজা এবং জানালা ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্কিং লটে পার্ক করা একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি কীভাবে ঘটল? কেন, কী? কে ঘটল? এই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে প্রায় তিন ঘন্টা ধরে পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল ঘাতক গাড়িটি। চালকও ছিল গাড়ির ভিতরে।
দিল্লি পুলিশের জানিয়েছে বিস্ফোরণটি ছিল একটি সন্ত্রাসীবাদী হামলা। পুলিশ নিশ্চিত করেছে যে বিস্ফোরণটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসীবাদী পরিকল্পনার ফলাফল। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষে আইইডি’র ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। গাড়ির মালিককেও আটক করেছে দিল্লি পুলিশ। নিরাপত্তা সংস্থাগুলি এই সন্ত্রাসীবাদী হামলার যোগসূত্রগুলি তদন্ত করছে। গতকাল সকালে ফরিদাবাদের বারি মাতাতে আরডিএক্স এবং অন্যান্য বিস্ফোরক উদ্ধারের খবর পাওয়া গেছে। 
উল্লেখ্য পুলওয়ামা, পহেলগাম তারপর দিল্লি বার বার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তায় খামতি প্রমাণ করে দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লাল কেল্লার কাছের এই ঘটনার কোন দায় নেয়নি। তার দপ্তরের পক্ষ থেকে কোন বিবৃতিও দেওয়া হয়নি।

Comments :0

Login to leave a comment