Uttarkashi tunnel collapse

সুড়ঙ্গ খোঁড়া র‌্যাট মাইনার্স-দের সম্বর্ধনা দেবে ট্রেড ইউনিয়ন

জাতীয়

উত্তরকাশীর সুড়ঙ্গে আটক ৪১ শ্রমিকদের উদ্ধারে শেষ পর্বের কাজ করেছিলেন তাঁরাই। হাতে যন্ত্র নিয়ে সুড়ঙ্গ কেটে পৌঁছেছিলেন ১৭দিন আটক শ্রমদের কাছে। ১০ ডিসেম্বর তাঁদেরই সম্বর্ধনা দেবে, অভিবাদন জানাবে সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।
১০ ডিসেম্বর দিল্লির সিআইটিইউ দপ্তর বিটিআর ভবনে হবে সম্বর্ধনা জানানোর অনুষ্ঠান।
সিআইটিইউ বলেছে, এই শ্রমিকদের সংগ্রামী অভিনন্দন। নিজেদের জীবন বিপন্ন করে বাঁচিয়েছেন আটকে থাকা শ্রমিকদের।

Comments :0

Login to leave a comment