China Military Parade

চীনের বিশেষ প্যারেডে হাজির পুতিন – কিম আন্তর্জাতিক রাজনীতিতে নতুন জল্পনা

আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনে বিশেষ প্যারেডে অংশ নিলেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বচ্চ নেতা কিম জন উন। ছিলেন ইরানের রাষ্ট্রপতি সহ দক্ষিণপূর্ব এশিয়ার একাধিক সর্বচ্চ নেতা। 
চীনের এই শক্তি প্রদর্শন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর যেই শুল্কের চাপ তৈরি করেছে, সেই পরিস্থিতি চীনের এই ঐক্যের বার্তা নতুন করে আলোচনা শুরু করেছে। চীনের ওপর বাড়তি শুল্ক চাপিয়ে ছিল মার্কিন প্রশাসন পাল্টা চীন শুল্ক চাপানোয় পিছু হটে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে ইরানের সাথে ইজরায়েলের সংঘাত এবং রাশিয়া ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে বার বার রাশিয়াকে নিশানা করেছে ট্রাম্প। পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরানকে ইজরায়েলের সাথে যুদ্ধে সাহায্য চালিয়ে গিয়েছে চীন এবং রাশিয়া।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিন স্পষ্ট করে দিয়েছেন যে তার প্রশাসন আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে বিকল্প ভারসাম্য তৈরি করতে চায় চীন। আন্তর্জাতিক নেতাদের উপস্থিতিতে শি স্পষ্ট করে দিয়েছেন কোন চাপের কাছে মাথা নত করবে না চীন। 
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কথায়, একমেরু নির্ভর অর্থনীতি থেকে বহুমেরুর দিকে ঝুঁকছে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন এবং কায়েমী স্বার্থের বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন দেশ এবং রাষ্ট্র প্রধানরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। আর তার নেতৃত্ব রাশিয়া এবং চীনের মতো সামরিক এবং পরমানু শক্তিধর দেশ দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।

Comments :0

Login to leave a comment