Rahul Gandhi

সংসদের ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবি জানালেন রাহুল

জাতীয়

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের অধিবেশন। আর প্রথম দিনই ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবি জানিয়ে সরব হলেন লেকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, ‘‘আমরা জানি সরকার ভোটার লিস্ট তৈরি করে না। কিন্তু আমরা সংসদে এই অধিবেশনে ভোটার তালিকা নিয়ে আলোচনার দানি জানাচ্ছি। গোটা দেশে বিভিন্ন রাজ্য থেকে বিরোধীদের পক্ষ থেকে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।’’

উল্লেখ্য দিল্লি বিধানসভা নির্বাচনের সময় প্রথম ভোটার লিস্ট নিয়ে প্রশ্ন তুলেছিল আপ। তাদের দাবি ছিল অন্য রাজ্য থেকে লোক এনে বিধানসভা পিছু একাধিক নাম তালিকাভুক্ত করেছে বিজেপি। যা তাদের নির্বাচন জিততে সুবিধা করবে। এই একই অভিযোগ আপের পর মহারাষ্ট্রে সাংবাদিক সম্মেলন করে তুলেছিলেন রাহুল গান্ধী। তিনি দাবি করেছিলেন, ওই রাজ্যে ভুয়ো ভোটার এনে তাদের তালিকাভুক্ত করে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি।

পশ্চিমবঙ্গে কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে দলীয় সভা থেকে ভোটার লিস্ট নিয়ে সরব হয়েছে তৃণমূল। কয়েকটি নামও তারা সামনে এনেছে যেখানে দেখাচ্ছে ওই একই ব্যাক্তির নাম অন্য রাজ্যে রয়েছে। সুব্রত বক্সীর নেতৃত্বে কমিটিও গঠন করেছে তৃণমূল ভুয়ো ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য।

বামপন্থীদের অভিযোগ এই রাজ্যে ভুয়ো ভোটারের আমদানি করেছে তৃণমূল। একাধিক বিধানসভা এলাকায় তারা মৃত ভোটারদের নাম বাদ দেয়নি। পরিবারের লোকেরা কমিশনে জানালেও তাদের নাম বাদ যায়নি। কেন বাদ যায়নি তার কোন উত্তর নেই। রাজ্যের বিভিন্ন নির্বাচনের দেখা গিয়েছে এই ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের ভোটে জিতেছে তৃণমূল। আর এখন সেই তৃণমূল সরব হয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে এই বিষয় সংক্রান্ত বৈঠক আছে তৃণমূলের একটি প্রতিনিধি দলের।   

Comments :0

Login to leave a comment