সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে রবিবার পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা। অনুষ্ঠানের শুরুতেই সলিল চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করেন উদযাপন কমিটির সভাপতি বিনায়ক ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির যুগ্ম আহবায়ক সমাপিকা চ্যাটার্জি জানিয়েছেন জেলার তিনটি মহকুমা থেকে দুই শতাধিক প্রতিযোগী বিভিন্ন বিষয়ে অংশ নিয়েছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথেই সফল প্রতিযোগিতার হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা এরপর রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ন্ত চক্রবর্তী, অসীম ব্যানার্জি, মোম চক্রবর্তী, সিদ্ধিনাথ চ্যাটার্জী, কাজল ভট্টাচার্য, স্বপন দে ,ড: জলধর কর্মকার প্রমুখ।
Salil Chowdhury
সলিল চৌধুরী জন্ম শতবর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

×
Comments :0