Natinal Herald

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল, সোনিয়াকে হাজিরার নির্দেশ আদালতের

জাতীয়

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে তলব করলো দিল্লির একটি আদালত। ইডির বিশেষ আদালতের আইনজীবী বিশাল গঞ্জী বলেন, অভিযুক্তদের অধিকার আছে আদালতের শুনানিতে উপস্থিত হয়ে গোটা বিষয়টি জানার। আগামী ৮ মে মামলার শুনানি। ওই দিন আদালতে রাহুল এবং সোনিয়া উপস্থিত থাকেন কি না সেই দিকে নজর রয়েছে অনেকের। 
এপ্রিলেই পেশ হয়েছে এই চার্জশিট। ইডি’র সূত্র থেকে তা সামনে আনা হয়েছে। বিশেষ আদালতে এই অভিযোগের বিবেচনা করার জন্য আবেদন দাখিল করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ২৫ এপ্রিল ছিল শুনানি। 
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘‘আইন ভেঙে ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি দখল করা হচ্ছে। জাতীয় অপরাধ হচ্ছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাদের নামে চার্জশিট দায়ের রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।’’
রমেশ বলেছেন, ‘‘মামলা করে কংগ্রেসকে চুপ রাখা যাবে না।’’ 
ইডি’র নোটিসে বলা হয়েছিল যে ন্যাশনাল হেরাল্ডের ৭০০ কোটি টাকার সম্পত্তির দখল নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই সংস্থার নামে সম্পত্তি রয়েছে দিল্লি, মুম্বাই, লক্ষ্ণৌয়ে।

Comments :0

Login to leave a comment