IPL EDEN METRO

ইডেনে ম্যাচ, ২টি বিশেষ ট্টেন মেট্রোর

কলকাতা

আইপিএল ম্যাচের জন্য মাঝরাতে পরিষেবা চালু রাখবে মেট্রো রেল। রাত বারোটার পর চালানো হবে দু’টি বিশেষ ট্রেন।
একটি ট্রেন এসপ্ল্যানেড থেকে সোয়া বারোটায় রওনা হয়ে দক্ষিণেশ্বরে পৌঁছাবে ১২.৪৮ মিনিটে। অপর একটি ট্রেন সোয়া বারোটায় এসপ্ল্যানেড ছেড়ে কবি সুভাষে পৌঁছাবে ১২.৪৮ মিনিটে। 
২৩ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইসার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন